পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SSC Recruitment Scam শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহার 24 অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজত - CBI

শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে আবারও সিবিআই হেফাজত দিল আলিপুর আদালত CBI Custody for Shanti Prasad Sinha and Ashok Saha() ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) তাঁদের 24 অগস্ট পর্যন্ত হেফাজতে রাখতে পারবে সিবিআই ৷

CBI Custody for Shanti Prasad Sinha and Ashok Saha till August 24
CBI Custody for Shanti Prasad Sinha and Ashok Saha till August 24

By

Published : Aug 22, 2022, 7:00 PM IST

কলকাতা, 22 অগস্ট: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহাকে 24 অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজত দিল আলিপুর আদালত (CBI Custody for Shanti Prasad Sinha and Ashok Saha) ৷ জানা গিয়েছে, এ দিন আদালতে সিবিআই এর তরফ থেকে দাবি করা হয় যে শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা দুর্নীতি কাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন ৷

এ দিন দু’জনের জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই এর আইনজীবী আদালতে জানান, শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা প্রভাবশালী ৷ ফলে তাঁরা জামিন পেয়ে গেলে একাধিক তথ্য প্রমাণ নষ্ট করতে পারে এবং তদন্তকে প্রভাবিত করতে পারেন ৷ তার পরেই ফের তাঁদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই ৷

অভিযোগ, এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার সুপারিশে একাধিক যোগ্য চাকরিপ্রার্থীদের নাম তালিকা থেকে সরিয়ে দেওয়া হয় ৷ সেই জায়গায় একাধিক অযোগ্য চাকরি প্রার্থীদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল বলে অভিযোগ ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷

আরও পড়ুন:12 দিনের সিবিআই মেয়াদ শেষ, আজ ফের আদালতে পেশ শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহাকে

দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে সার্ভে পার্ক এলাকায় শান্তি প্রসাদ সিনহার বাড়িতে একাধিকবার তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ সেখান থেকেই উদ্ধার হয় একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র ৷ সেই কাগজপত্র দেখিয়ে শান্তি প্রসাদ সিনহাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন সিবিআই-এর গোয়েন্দারা ৷ অভিযোগ, তদন্তে সহযোগিতা করেননি শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা ৷ ফলে তাঁদের গ্রেফতার করতে বাধ্য হন সিবিআইয়ের গোয়েন্দারা ৷

ABOUT THE AUTHOR

...view details