কলকাতা, 19 ফেব্রুয়ারি: অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ এক ব্য়বসায়ীর বাড়িতে তল্লাশি চালাল সিবিআই ৷ একইসঙ্গে তল্লাশি চালানো হল রাজ্য়ের 10টি জায়গায় ৷ সিবিআই সূত্রে খবর, কলকাতা, পুরুলিয়া ,আসানসোল, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া-সহ মোট 10 জায়গায় কয়লাপাচার চক্রের তদন্তে অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, লালার ঘনিষ্ঠ ওই ব্য়বসায়ীর নাম জয়দেব মণ্ডল ৷ আদতে আসানসোলের বাসিন্দা জয়দেবের আসানসোল ছাড়াও কলকাতা-সহ রাজ্য়ের নানা প্রান্তে বাড়ি ও অফিস রয়েছে ৷ বৃহস্পতিবার তাঁর আসানসোলের বাড়িতেই তল্লাশি চালায় সিবিআই ৷ সূত্রের খবর, শুধুমাত্র কয়লাপাচার নয়, এর আগে অস্ত্র আইনেও গ্রেপ্তার হয়েছিলেন জয়দেব ৷ 2011 সালে কলকাতার নিউমার্কেট চত্বর থেকে তাঁকে পাকড়াও করেছিল এসটিএফ ৷ সিবিআইয়ের হাতে আসা তথ্য় বলছে, কয়লাপাচার চক্রেও জড়িত রয়েছেন এই জয়দেব ৷