কলকাতা, 29 মার্চ: নারদকাণ্ডে কিছু নথি পরীক্ষার জন্য অ্যামেরিকা এবং গুজরাতের গান্ধিনগরে পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট হাতে পেতে মাস খানেক সময় লাগবে বলে আজ কলকাতা হাইকোর্টে জানাল CBI-এর আইনজীবী। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি 12 সপ্তাহ সময় দিয়েছেন। 12 সপ্তাহ পর আবারও এই মামলার শুনানি হবে। এর মধ্যে CBI-কে রিপোর্ট পেশ করতে হবে। একইসঙ্গে বিচারপতি নির্দেশ দেন, আগামী 16 সপ্তাহ পর্যন্ত অপরূপা পোদ্দারের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।
নারদ স্টিং অপারেশন সংক্রান্ত মামলায় আজ CBI-র তরফে আইনজীবী অমাজিৎ দে বলেন, "মিউচুয়াল লিগাল এগ্রিমেন্ট চুক্তি অনুযায়ী ম্যাথুর ফোন অ্যামেরিকায় পাঠানো হয়েছিল। কারণ আসল ফুটেজ ডিলিট হয়ে গেছিল। তাই একমাত্র সংস্থাই বলতে পারে ফুটেজগুলো আসল কি নকল? সেই রিপোর্ট এখনও অ্যামেরিকা থেকে আসেনি। হয়তো মাস খানেক লাগবে। অন্যদিকে গুজরাতের গান্ধিনগরে ভয়েস টেস্টের জন্য যে সমস্ত নথি পাঠানো হয়েছিল সেই রিপোর্ট এখনও আসেনি। সেটাও মাস খানেকের মধ্যে পাওয়া যেতে পারে।"