কলকাতা, 19 সেপ্টেম্বর:এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই (CBI arrests Subires Bhattacharya) ৷ বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেও, এর আগে তিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন ৷ এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতিকাণ্ডে এর আগে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়,কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা ৷ এবার গ্রেফতার হলেন সুবীরেশ ভট্টাচার্য ৷
সোমবার সকালে কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকায় সুবীরেশ ভট্টাচার্যের ফ্ল্যাটে যান সিবিআই'য়ের তদন্তকারীরা ৷ দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ জানা গিয়েছে, তাঁর বক্তব্যে অসঙ্গতি থাকায় এদিন তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ 2014 থেকে 2018 সাল পর্যন্ত এসএসসি'র চেয়ারম্যান পদে ছিলেন তিনি ৷ সেই সময় দুর্নীতি হয় বলে অভিযোগ ৷ এরপর তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও হন ৷ এসএসসি'র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে একাধিকবার জেরায় সুবীরেশ ভট্টাচার্যের নাম পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর (former SSC Chairman Subires Bhattacharya) ।