কলকাতা 13 অগাস্ট : মদন তামাং খুনের মামলায় নিম্ন আদালত থেকে প্রায় চার বছর আগে রেহাই পেয়েছিলেন বিমল গুরুং। এত দিন পর সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করল সিবিআই । পাশাপাশি হাইকোর্টে একটি আবেদন করেছেন মদনের স্ত্রী ভারতী তামাংও । আজ দুটি মামলাই শুনানির জন্য ওঠে বিচারপতির তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে । কিন্তু ব্যক্তিগত কারণে বিচারপতি মামলা দুটি না শুনে ফিরিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে । এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ঠিক করবেন ফের কোন বিচারপতির বেঞ্চে যাবে মামলাটি ।
দার্জিলিঙে 2010 সালের 21 মে-তে খুন হন মদন তামাং। সেই ঘটনায় বিমল গুরুং সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় । বিমল গুরুংয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, নিজের ঘনিষ্ঠদের দিয়ে মদনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি । সিআইডি সেই ঘটনায় 22 জনকে পলাতক দেখিয়ে চার্জশিট জমা দিয়েছিল । পরে তদন্তের দায়িত্ব পায় সিবিআই । সিবিআইও অভিযুক্ত করে বিমলকেই । যদিও 2017 সালের 17 অক্টোবর কলকাতার নগর দায়রা আদালত ওই মামলা থেকে অব্যাহতি দিয়েছিল বিমল গুরুংকে । সিবিআই সূত্রে খবর, আগের মামলা খারিজ হলেও পর্যাপ্ত তথ্য রয়েছে গুরুংয়ের বিরুদ্ধে । সেই কারণেই নিম্ন আদালতের নির্দেশ খারিজের দাবিতে হাইকোর্টে আবেদন করেছে সিবিআই ।