পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Madan Tamang Murder Case : মদন তামাংয়ের খুনের মামলায় গুরুংয়ের বিরুদ্ধে হাইকোর্টে সিবিআই - হাইকোর্টে সিবিআই

হাইকোর্টে আরও একটি আবেদন করেছেন মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাংও । তবে রাজনৈতিক মহলের ধারণা, বিমল গুরুং ও বিনয় তামাংয়ের সম্পর্কের উন্নতিই সিবিআই তৎপরতার অন্যতম কারণ ৷

s
s

By

Published : Aug 13, 2021, 8:05 PM IST

Updated : Aug 13, 2021, 8:55 PM IST

কলকাতা 13 অগাস্ট : মদন তামাং খুনের মামলায় নিম্ন আদালত থেকে প্রায় চার বছর আগে রেহাই পেয়েছিলেন বিমল গুরুং। এত দিন পর সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করল সিবিআই । পাশাপাশি হাইকোর্টে একটি আবেদন করেছেন মদনের স্ত্রী ভারতী তামাংও । আজ দুটি মামলাই শুনানির জন্য ওঠে বিচারপতির তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে । কিন্তু ব্যক্তিগত কারণে বিচারপতি মামলা দুটি না শুনে ফিরিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে । এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ঠিক করবেন ফের কোন বিচারপতির বেঞ্চে যাবে মামলাটি ।

দার্জিলিঙে 2010 সালের 21 মে-তে খুন হন মদন তামাং। সেই ঘটনায় বিমল গুরুং সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় । বিমল গুরুংয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, নিজের ঘনিষ্ঠদের দিয়ে মদনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি । সিআইডি সেই ঘটনায় 22 জনকে পলাতক দেখিয়ে চার্জশিট জমা দিয়েছিল । পরে তদন্তের দায়িত্ব পায় সিবিআই । সিবিআইও অভিযুক্ত করে বিমলকেই । যদিও 2017 সালের 17 অক্টোবর কলকাতার নগর দায়রা আদালত ওই মামলা থেকে অব্যাহতি দিয়েছিল বিমল গুরুংকে । সিবিআই সূত্রে খবর, আগের মামলা খারিজ হলেও পর্যাপ্ত তথ্য রয়েছে গুরুংয়ের বিরুদ্ধে । সেই কারণেই নিম্ন আদালতের নির্দেশ খারিজের দাবিতে হাইকোর্টে আবেদন করেছে সিবিআই ।

আরও পড়ুন: Bimal Gurung and Binay Tamang : বিমল-বিনয় গোপন বৈঠক, পাহাড়ে নয়া রাজনৈতিক জল্পনা

এদিকে সিবিআইয়ের এই তৎপরতায় রাজনৈতিক গন্ধ রয়েছে বলে আইনজীবী মহলে শুরু হয়েছে জল্পনা। যেহেতু গত বছর পুজোর সময় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন গোর্খা জনমুক্তি মোর্চা আন্দোলনের অন্যতম নেতা বিমল গুরুং। একটা সময় বিমল গুরুং ও বিনয় তামাংয়ের সম্পর্কের কারণে পাহাড়ে যে রাজনৈতিক অস্থিরতা ছিল ৷ যা মিটিয়ে নিতে সম্প্রতি আলাপ-আলোচনা শুরু হয়েছে । সব মিলিয়ে পাহাড়ের রাজনৈতিক সমীকরণই সিবিআই তৎপরতার অন্যতম কারণ, মনে করছেন অনেকেই ৷

Last Updated : Aug 13, 2021, 8:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details