কলকাতা, 9 ফেব্রুয়ারি : বিজেপি কর্মী খুনে ফেরার অভিযুক্তদের ধরার জন্য পুরস্কার ঘোষণা করল সিবিআই ৷ একুশের ভোট পরবর্তী হিংসার ঘটনায় ঝাড়গ্রামের কিশোর মান্ডি (26) খুনে অভিযুক্ত তিনজন পলাতক ৷ কিশোর বিনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কিষাণ মোর্চার সভাপতি ছিলেন ৷ পলাতকদের খুঁজে দিলে 50 হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ৷ বুধবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডিআইজি অখিলেশ সিং (CBI announces reward over Post Poll violence absconding in Jhargram) ৷
একদিকে রাজ্যে পৌরনির্বাচনের দিন এগিয়ে আসছে, অন্যদিকে একের পর এক ভোট-পরবর্তী হিংসার ঘটনায় (Post Poll Violence in West Bengal) অভিযুক্ত ও পলাতকদের বিরুদ্ধে তৎপর হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইন্ডিয়া বা সিবিআই ৷ তদন্তকারী সংস্থা পলাতকদের হদিশ পেতে একটি পোস্টার প্রকাশ করেছে ৷ সেখানে ছবি, নাম-সহ তাদের সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে ৷
আরও পড়ুন : Post Poll Violence : শীতলকুচি এবং নলহাটিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় হুলিয়া জারি সিবিআইয়ের