কলকাতা, 7 ডিসেম্বর : উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুতে রাজ্য পুলিশের টুইট । টুইটে জানানো হয়, "রাজনৈতিক দলের বিক্ষোভ প্রদর্শনের সময় হিংসাত্মক ঘটনা ঘটেছে । তাদের আটকাতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে । একজনের মৃত্যুর খবর রয়েছে । ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে ।"
"লাঠিচার্জ বা বন্দুক ব্যবহার হয়নি", বিজেপির উত্তরকন্যা অভিযান নিয়ে টুইট রাজ্য পুলিশের - বিজেপির উত্তরকন্যা অভিযান
পুলিশ সংযম দেখিয়েছে এবং লাঠিচার্জ বা বন্দুক ব্যবহার করেনি । উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কেবল জল কামান এবং টিয়ার গ্যাস ব্যবহৃত হয়েছে । বিজেপির উত্তরকন্যা অভিযানের পর টুইট রাজ্য পুলিশের ।
BJP's Uttar Kanya abhiyaan
বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার শিলিগুড়িতে । পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বিজেপি কর্মীদের । পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি । পুলিশ মিছিল আটকালে শুরু হয় উত্তেজনা । বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ । ঘটনায় এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে ।
বিজেপির অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে মৃত্যু হয়েছে তাদের কর্মীর । মৃতের নাম উলেন রায় । বাড়ি গজলডোবায় । কীভাবে মৃত্যু জানা যাবে ময়নাতদন্তের পর, জানিয়েছে রাজ্য পুলিশ ।