পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Cattle smuggling case: গরু পাচারের তদন্তে বীরভূম ও আসানসোলে রওনা দিল সিবিআই - গরু পাচার কাণ্ড

গরু পাচার কাণ্ডের তদন্তে বীরভূম ও আসানসোলে রওনা দিলেন সিবিআই-এর গোয়েন্দারা (Cattle smuggling case)৷ আজ সকালে দুটি গাড়িতে এই দুই জেলার উদ্দেশে রওনা দেন তাঁরা (CBI investigating officers going to Birbhum and Asansol)৷

CBI investigating officers going to Birbhum and Asansol in Cattle smuggling case
গরু পাচারের তদন্তে বীরভূম ও আসানসোলে রওনা দিল সিবিআই

By

Published : Jun 16, 2022, 11:08 AM IST

কলকাতা, 16 জুন: গরু পাচার কাণ্ডে (Cattle smuggling case) ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল-সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা । গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেনকে । এর পর ফের গরু পাচার কাণ্ডে তৎপর হল সিবিআই । এ বার এই নিয়ে আরও তথ্য জোগার করতে বীরভূম ও আসানসোলের পথে রওনা হলেন তদন্তকারী আধিকারিকরা (CBI investigating officers going to Birbhum and Asansol)৷

আজ বেলা সাড়ে দশটা নাগাদ কলকাতার নিজাম প্যালেসের অফিস থেকে সিবিআই-এর দুটি গাড়ি বের হয় । সূত্রের খবর, দুটি গাড়ির মধ্যে একটি গাড়ি যাচ্ছে বীরভূমের উদ্দেশে এবং অপর গাড়ি যাচ্ছে আসানসোল । কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে এই দুটি গাড়ি রওনা হয় আসানসোল এবং বীরভূমের উদ্দেশে ।

ইতিমধ্যেই মুর্শিদাবাদের ডোমকলে অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী সায়গল হোসেনের একাধিক বাড়িতে এবং বীরভূমে দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা । বীরভূমের ইলামবাজারে একটি গরুর হাট বসে । সিবিআই-এর গোয়েন্দাদের অনুমান, রাজ্যে গরু পাচার কাণ্ডে প্রভাবশালীদের যোগ এই গরুর হাট থেকেই । তাছাড়া এই গরুর হাট থেকে একজন গরু পাচারকারীর নাম ইতিমধ্যেই হাতে এসেছে সিবিআই-এর ।

আরও পড়ুন:CBI to interrogate Sadek laskar: শওকতের পর আজ সিবিআইয়ের মুখোমুখি হতে পারেন সাদেক লস্কর

গরু পাচার কাণ্ডে যে আর্থিক মুনাফা হত, তার একটি বড় অংশ বিভিন্ন সংস্থায় খাটানো হত বলে সিবিআই-এর অভিযোগ । কালো টাকাকে সাদা টাকায় রূপান্তরিত করার জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকত । নিজাম প্যালেস সূত্রের খবর, এই সব বেসরকারি সংস্থার অধিকাংশই রয়েছে আসানসোল এবং রানিগঞ্জ এলাকায় । তাহলে কি সেই সমস্ত সংস্থায় ফের তল্লাশি চালানোর জন্যই এ দিন আসানসোল এবং বীরভূমের উদ্দেশে রওনা হল সিবিআই-এর দুটি গাড়ি ? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে ৷

ABOUT THE AUTHOR

...view details