কলকাতা, 25 অগস্ট :কয়লাপাচারে (Coal Smuggling) অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালার (Lala) বিরুদ্ধে বেআইনি কয়লা উত্তোলন সংক্রান্ত একটি মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । বাঁকুড়ার (Bankura) মেজিয়ায় বেআইনি কয়লা উত্তোলন নিয়ে ওই মামলা করা হয়েছিল ৷ কিন্তু তথ্য গোপনের জন্য ওই মামলা খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ৷
আজ, বুধবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে ৷ কিন্তু শুনানির শুরুতে দেখা যায় মামলাকারী একই ইস্যুতে একটি জনস্বার্থ মামলা (PIL) আগেই দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে ৷ তা এই মামলায় তিনি গোপন করেছিলেন । সেই কারণেই বিচারপতি দেবাংশু বসাক মামলাটি খারিজ করে দিয়েছেন ।
আরও পড়ুন :Fake police officer : কলকাতায় গ্রেফতার ভুয়ো পুলিশ আধিকারিক
পাশাপাশি বিরক্ত বিচারপতি দেবাংশু বসাকের হুঁশিয়ারি, ফের যদি এই ভুল করা হয়, তাহলে মামলাকারীকে জরিমানা করা হবে ৷ একই সঙ্গে নির্দেশে জানানো হয়েছে মামলাকারী চাইলে এই ব্যাপারে নতুন করে আদালতে আবেদন জানাতে পারেন ।
এর আগে মামলার শুনানিতে রাজ্যের পাশাপাশি সিবিআইয়ের (CBI) বক্তব্য জানতে চেয়েছিল হাইকোর্ট ৷ সেই ব্যাপারে আজ রাজ্যের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই বিষয়ে 30টি অভিযোগ দায়ের হয়েছিল ৷ তার মধ্যে 28টির ইতিমধ্যেই ফয়সালা হয়ে গিয়েছে ।" অন্যদিকে সিবিআই-এর তরফে আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, "কয়লা পাচারের অভিযোগে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে । আসানসোল এলাকায় এখন সিবিআই তদন্ত করছে ।"