কলকাতা, 29 নভেম্বর : সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পিছিয়ে গেল পুরভোট সংক্রান্ত মামলার (Municipal Corporation Election Case) শুনানি। বিজেপির আইনজীবীর আর্জিতে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী বুধবার (case hearing regarding municipal corporation election adjourned till wednesday)। আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পুরভোট সংক্রান্ত দুটি জনস্বার্থ মামলার শুনানি থাকলেও প্রধান বিচারপতি বিশেষ কারণে না বসায় মামলাগুলি বিচারপতি টিএস শিবগণানাম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল।
কিন্তু বিজেপির আইনজীবী পিঙ্কি আনন্দ আগামী বুধবার শুনানির আর্জি জানান। সেই আবেদনের ভিত্তিতেই বুধবার পর্যন্ত পিছিয়ে গেল শুনানি ৷ রাজ্যের সব পুরসভায় একইসঙ্গে ভোট করার দাবিতে মামলা করেছিলেন ভারতীয় জনতা পার্টির সদস্য প্রতাপ বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি হাওড়া জেলা কমিটি সিপিআইএমের তরফেও একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। জোড়া মামলার শুনানিই পিছিয়ে গেল এদিন। গত সপ্তাহে একবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছিলেন।