কলকাতা, 23 জানুয়ারি : ফেসবুকে বন্ধুত্ব ৷ শুরুর দিকটা ঠিকঠাকই ছিল ৷ কিন্তু তারপরেই শুরু হয় সমস্যার ৷ ফেসবুকের মেসেঞ্জারে বিভিন্নরকমের আপত্তিজনক ছবি পাঠানো হয় ওই যুবতিকে ৷ আসে কুরুচিকর প্রস্তাবও ৷ এরপরই পুলিশের দ্বারস্থ হয় আনন্দপুর থানা এলাকার ওই যুবতি ৷ অভিযোগ জানানো হয়েছে লালবাজারের সাইবার ক্রাইম থানাতেও ৷
মাসকয়েক আগে সুপ্রিয়া মণ্ডল নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে ওই যুবতির কাছে ৷ প্রোফাইলে ছবিও ছিল এক মহিলার ৷ শুরুতে একফোঁটাও সন্দেহ হয়নি আনন্দপুরের ওই যুবতির ৷ কিন্তু কিছুদিন যেতে না যেতেই নিজের রূপ ধারণ করে ওই 'মহিলা' । অভিযোগকারী ওই যুবতির ছবি সুপার ইম্পোজ় করে বানানো হয় কয়েকটি আপত্তিজনক ছবি ৷ সেইসব ছবি কিছু সময়ের জন্য সোশাল মিডিয়ায় পোস্ট করে তা তুলে নেওয়া হয় ৷ এরপরেই শুরু হয় ব্ল্যাকমেল ৷ কুপ্রস্তাবে সারা না দেওয়ায় সেইসব ছবি সোশাল-মিডিয়ায় ভাইরাল করে দেওয়া করে দেওয়ারও হুমকি দেওয়া হয় ৷