কলকাতা, 16 অক্টোবর: যুব মোর্চার নবান্ন অভিযানের সময় শিখ যুবকের পাগড়ি খোলা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। আজ দিল্লির গুরুদ্বার কমিটির তরফে এই মামলা দায়ের করা হয়েছে ।
যুব মোর্চার নবান্ন অভিযানে যুবকের পাগড়ি খোলা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা - পাগড়ি বিতর্ক
মামলার বয়ানে বলা হয়েছে, সেনার অবসরপ্রাপ্ত হাবিলদার সর্দার বলবিন্দর সিং কোনওরকম রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নবান্ন অভিযানে অংশগ্রহণ করেননি । তিনি সেখানে এসেছিলেন BJP নেতা প্রিয়াংশু পাণ্ডের নিরাপত্তারক্ষী হিসেবে ।
মামলার বয়ানে বলা হয়েছে, সেনার অবসরপ্রাপ্ত হাবিলদার সর্দার বলবিন্দর সিং কোনওরকম রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে BJP-র নবান্ন অভিযানে অংশ নেননি । তিনি সেখানে এসেছিলেন BJP নেতা প্রিয়াংশু পাণ্ডের নিরাপত্তারক্ষী হিসেবে । কিন্তু পুলিশ তাঁকে লাঠি দিয়ে মেরেছে ৷ মারতে মারতে মাটিতে ফেলা হয়েছে, তারপর তার পাগড়ি খুলে নেওয়া হয়েছে । শিখ সম্প্রদায়ের পাগড়িকে অপমান করা হয়েছে বলে অভিযোগ । প্রশ্ন তোলা হয়েছে, পুলিশের এই আচরণ কি আইনসঙ্গত ? এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে মামলাকারীরা । মনে করিয়ে দেওয়া হয়েছে, একজন শিখ সম্প্রদায়ের মানুষের পাগড়ি খুলে নেওয়া সংবিধানের 25 নম্বর ধারার বিরোধী ।
8 অক্টোবর যুব মোর্চার নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বলবিন্দর সিং-এর পাগড়ি খুলে যায় । তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ । যদিও BJP-র দাবি, তিনি প্রিয়াংশু পাণ্ডের নিরাপত্তারক্ষী । তার কাছে যে পিস্তলটি ছিল সেটিও লাইসেন্সপ্রাপ্ত । যদিও পুলিশের দাবি, পিস্তলের লাইসেন্স জম্মুর রাজৌরি জেলার ৷ এই কারণেই তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিপর্যয় মোকাবিলা আইন, অস্ত্র আইন, দাঙ্গা বাঁধানোর চেষ্টা, সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । হাওড়া আদালতে তোলা হলে বলবিন্দর সিংয়ের আট দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক । এদিকে বলবিন্দর সিংয়ের স্ত্রী করণজিৎ কৌর হুঁশিয়ারি দিয়েছে, ইনসাফ না পেলে আগামীকাল থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরের সামনে অনশনে বসবেন ৷