কলকাতা, 1 নভেম্বর : উৎসবের মরসুমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ৷ দুর্গাপুজোর পর থেকেই এ রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা দাপট ৷ এই পরিস্থিতিতে কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোতেও মণ্ডপে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা ৷ এই মর্মে আজ কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারী অজয় কুমার দের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ।
মামলাকারীর বক্তব্য, দুর্গাপুজাের আগে রাজ্যে করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে ছিল । কিন্তু পুজোর কেনাকাটা এবং পুজো চলাকালীন সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছিলেন তার ফল ভুগতে শুরু করেছে রাজ্যে ৷ ফের সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে এ রাজ্যে । তবে সংক্রমণ বৃদ্ধি পেলেও সাধারণ মানুষ এখন উৎসবের আবহে ৷ কয়েকদিন পরই কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটা ৷ রয়েছে জগদ্ধাত্রী পুজোও ৷ ফলে সংক্রমণ বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে ৷