পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Primary Teacher Recruitment Case : এবার প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে দায়ের হল মামলা

এসএসসি দুর্নীতির পর এবার প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা করা হয়েছে (Primary Teacher Recruitment Case)।

Case filed in HC alleging corruption in primary teacher appointment
high court

By

Published : Jun 7, 2022, 2:22 PM IST

Updated : Jun 7, 2022, 7:20 PM IST

কলকাতা, 7 জুন : এসএসসি দুর্নীতির পর এবার প্রাইমারিতে দুর্নীতির অভিযোগ তুলে দায়ের হল মামলা (Case filed in HC alleging corruption in primary teacher appointment)। 2014 সালের প্রাইমারি টেটে ফেল করেও চাকরি পাওয়ার অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা করা হয়েছে ।

সুব্রত মণ্ডল নামে এক ব্যক্তি টেটে ফেল করেও কী করে প্রাইমারিতে চাকরি পেলেন, সেই প্রশ্ন তুলে মামলা করেছেন রমেশ মালি নামে এক চাকরিপ্রার্থী । অভিযোগ, 2014 প্রাইমারি টেটে ফেল করে হাইকোর্টে মামলা করেছিলেন সুব্রত মণ্ডল । তারপরেই মামলা তুলে নেন তিনি এবং অদ্ভুতভাবে চাকরিও পেয়ে যান সুব্রত মণ্ডল । কী করে এটা হল?

প্রাথমিক টেট পাশ না করেও 87 জনকে চাকরি দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে নথি আদালতে দেবেন বলে জানালেন মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম । তবে আইনজীবীর দাবি, তদন্ত হলে এই সংখ্যা অনেক বাড়বে । পাশাপাশি মামলার শুনানিতে দেরি করলে মামলার নথি নষ্ট করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবী । আজকে মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে উঠলে রাজ্যের তরফে জানানো হয়, তারা সবে মামলার কপি পেয়েছেন তাদের কিছুটা সময় দেওয়া না হলে, এই মামলায় আদালতকে সহযোগিতা করা সম্ভব নয় । সেই কারনে মামলাটি আগামীকাল শুনানির জন্য রাখা হয়েছে ।

অন্যদিকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি স্বতন্ত্র মামলায় 2014 সালের প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগের মামলাটি কেন গ্রহণযোগ্য নয়, রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে রাজ্যকে ওই বিষয়ে হলফনামা দিয়ে জানাতে হবে । তার এক সপ্তাহের মধ্যে পালটা হলফনামা দেবে মামলাকারী । 21 জুন ফের হবে শুনানি ।

আরও পড়ুন :CBI on Bagtui Massacre Case : বগটুই কাণ্ডে শীঘ্রই হাইকোর্টে চার্জশিট পেশ সিবিআইয়ের

এদিন মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন , "2017 সালে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে । তারপর একাধিক মামলা দায়ের হয়েছে । হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্টে গেছে মামলাটি । সুপ্রিমকোর্ট মামলাটি খারিজ করে দেয় । নতুন করে ফের মামলা করার কী অর্থ তা বোধগম্য নয় । নিয়োগ প্রক্রিয়া অনেকদিন আগেই শেষ হয়ে গেছে । মামলাকারী নিজের বক্তব্য হলফনামা দিয়ে জানাক । মামলা খারিজ করার আর্জি জানান তিনি ।" এর পালটা জনস্বার্থ মামলাকারী বিজেপি নেতা তাপস ঘোষের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আদালতে বলেন, "তারপরেও ধাপে ধাপে নিয়োগ করা হয়েছে । এই মামলায় আরেক মামলাকারীর অভিযোগ, পরীক্ষায় পাশ না করেও টাকা দিয়ে একাধিক ব্যক্তির চাকরি হয়েছে । রাজ্যকে এ ব্যাপারে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।"

প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে
Last Updated : Jun 7, 2022, 7:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details