পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Calcutta High Court : ভারত চক্রের পুজোয় জুতোর ব্যবহার নিয়ে মামলা হাইকোর্টে - দমদম পার্ক ভারত চক্রের পুজোয় জুতোর ব্যবহার নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে

দমদম পার্ক ভারত চক্রের পুজো বিতর্কের রেশ এবার গড়াল হাইকোর্টে ৷ পুজো মণ্ডপে জুতোর ব্যবহার নিয়ে বিরোধী দল বিজেপি সরব হয়েছিল ৷ শাসকদলের তরফে পালটা বিজেপির সমালোচনা করা হয় ৷

case filed against dumdum park bharat chakra durga puja committee in calcutta high court
ভারত চক্রের পুজোয় জুতোর ব্যবহার নিয়ে মামলা হাইকোর্টে

By

Published : Oct 12, 2021, 9:42 PM IST

কলকাতা, 12 অক্টোবর : দমদম পার্ক ভারত চক্রের পুজো মণ্ডপে জুতোর ব্যবহার নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছিলেন ৷ সেই চিঠিটিকেই মামলা হিসেবে গ্রহণ করেছে আদালত ৷

প্রিয়াঙ্কা টিবরেওয়ালের দাবি, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে এই জুতোর ব্যবহারের মাধ্যমে । পাশাপাশি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে ভবানীপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেই সংক্রান্ত একটি মামলাও জরুরি ভিত্তিতে শুনানিতে অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি । বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই মামলা দুটির শুনানি হতে পারে।

এই সংক্রান্ত খবর :শুভেন্দুকে খুশি করতে পুজো করি না, অবস্থানে অনড় ভারত চক্র


উল্লেখ্য, এবার দমদম পার্ক ভারত চক্র তাদের পূজা মণ্ডপ সাজিয়েছে কৃষক আন্দোলনের আদলে । মণ্ডপের একটি অংশে ব্যবহার করা হয়েছে জুতো । পুজোর আগে থেকেই এই নিয়ে বিতর্ক বাধে ৷ মণ্ডপে জুতোর ব্যবহারের বিরুদ্ধে সরব হয় রাজ্য বিজেপি ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, তাঁরা পুজো উদ্যোক্তাদের বলবেন যাতে অবিলম্বে মণ্ডপ থেকে জুতো খুলে ফেলা হয় । পাশাপাশি এক আইনজীবীও পুজো উদ্যোক্তাদের আইনি চিঠি পাঠিয়েছিলেন ।

এই সংক্রান্ত খবর : মণ্ডপ সজ্জায় বিজেপির ফতোয়া মানব না, হুঁশিয়ারি ফিরহাদের

অন্যদিকে, তৃণমূল নেতা ফিরহাদ হাকিম এই বিতর্কের দায় বিজেপির উপর চাপান ৷ একইসঙ্গে তিনি জানিয়ে দেন , মণ্ডপ সজ্জা নিয়ে বিজেপির ফতোয়া মানা হবে না ৷ আবার রাজ্য সরকারের তরফে এই পুজোকে বিশ্ববাংলা শারদ সম্মানের বিশেষ পুরস্কারে ভূষিত করেছে ।

ABOUT THE AUTHOR

...view details