পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এসএসসি-র নয়া মেধাতালিকা নিয়েও অসন্তোষ চরমে, ফের হাইকোর্টে যাচ্ছেন প্রার্থীরা - কলকাতা হাইকোর্টে

আবারও অসামঞ্জস্যের অভিযোগ উঠল এসএসসির মেধাতালিকায় (SSC Merit List) ৷ ফের এই নিয়ে কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court) দ্বারস্থ হতে চলেছেন বঞ্চিত প্রার্থীরা ৷

candidates-to-approach-calcutta-high-court-again-against-this-years-ssc-merit-list
এসএসসি-র নয়া মেধাতালিকা নিয়েও অসন্তোষ চরমে, ফের হাইকোর্টে যাচ্ছেন প্রার্থীরা

By

Published : Jul 9, 2021, 3:45 PM IST

কলকাতা, 9 জুলাই: উচ্চ প্রাথমিকে নিয়োগের যে মেধাতালিকা (SSC Merit List) প্রকাশিত হয়েছে তা নিয়ে আবারও উঠল বিতর্কের ঝড় । অভিযোগ উঠেছে যে, কারও নম্বর কমিয়ে তাঁকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে । আবার কারও কম নম্বর বাড়িয়ে তাঁর নাম তালিকাভুক্ত করা হয়েছে । এই নিয়ে আবারও হাইকোর্টের ( Calcutta High Court) দ্বারস্থ হতে চলেছেন অভিযোগকারী প্রার্থীরা ।

হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছিল আগের মেধাতালিকা । কোর্টের নির্দেশ অনুসারে 2015 সালে শেষবারের মতো এসএসসি-র পরীক্ষা হয়েছিল । অনেক জলঘোলা হওয়ার পর সেই পরীক্ষার মেধাতকলিকা প্রকাশ হয় 2019 সালের একেবারে শেষের দিকে । তবে সেই তালিকায় বিস্তর অসামঞ্জস্য রয়েছে বলে অভিযোগ তুলে বঞ্চিত প্রার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হন । তৎকালীন প্রধান বিচারপতি জানিয়েছিলেন, সেই মেধাতালিকাটি বাতিল করে 2021 সালের 21 জুনের মধ্যে ফের নতুন ভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে । সেই মতোই আজ মেধাতালিকা প্রকাশিত হয় ৷ তবে এ বারেরও মেধাতালিকায় বিস্তর গণ্ডগোল রয়েছে বলে অসন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা ।

আরও পড়ুন: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ, ইন্টারভিউয়ের জন্য মেধাতালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের

নাসরিন ইয়াসমিন নামে এক প্রার্থীর আগের মেধাতালিকা অনুসারে নম্বর সঠিক থাকলেও এ বারের মেধাতালিকায় তাঁর নম্বর কমিয়ে তাঁকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ তিনি বলেন যে, "স্নাতক স্তরে আমার পাওয়া নম্বরের ভিত্তিতে আমি এসএসসির মেধাতালিকায় পাব 18 নম্বর । কিন্তু আজ যে মেধাতালিকা প্রকাশিত হল, তাতে দেখা যাচ্ছে আমাকে 16 নম্বর দেওয়া হয়েছে । অথচ আগের বাতিল হয়ে যাওয়া মেধাতালিকায় আমার নম্বর সঠিক অর্থাৎ 18 এসেছিল । এ বারের মেধাতালিকায় আমার নম্বর কম থাকায় আমি ইন্টারভিউ লিস্টে জায়গা পাইনি । আশ্চর্যের বিষয় হল, আমার চেয়ে অনেক কম নম্বর পাওয়া প্রার্থীদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে । এর ফলে তাঁরা ইন্টারভিউ তালিকায় জায়গা পেয়েছেন । 2015 সালে পরীক্ষা দিয়েছিলাম ৷ সেই পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে এত সমস্যা চলছে । এরপরে চাকরি পাওয়ার যোগ্য বয়সও পেরিয়ে যাবে আমাদের অনেকেরই । প্রতিবার এইরকম ভুল হচ্ছে । আমি আবারও হাইকোর্টের দ্বারস্থ হব ।"

আরও পড়ুন:শিক্ষক নিয়োগ মামলায় এসএসসি-র চেয়ারম্য়ান ও শিক্ষা সচিবকে তলব কলকাতা হাইকোর্টের

আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে অর্পিতা প্রামাণিক বলেন যে, "আজ যে তালিকাটি প্রকাশিত হয়েছে তাতে তাৎক্ষণিকভাবে প্রচুর ত্রুটি-বিচ্যুতি নজরে এসেছে । বিভিন্ন চাকরি প্রার্থীর টেট ও অ্যাকাডেমিক স্কোর ম্যানিপুলেট করা হয়েছে । যে নথিগুলি সফলভাবে আপলোড করা হয়েছিল, সেগুলি আপলোড না-হওয়ার অজুহাতে বহু প্রার্থীকে বাতিল করা হয়েছে । অনেক ক্ষেত্রে বেশি নম্বরের প্রার্থীদের বাদ দিয়ে কম স্কোরের প্রার্থীদের তালিকায় রাখা হয়েছে । অর্থাৎ যে সব ত্রুটি-বিচ্যুতির কারণে গতবার আদালতে মেধাতালিকা বাতিল হয়েছিল, তার প্রায় সবকটি এই তালিকাতেও বিদ্যমান ।"

তিনি আরও বলেন যে, "আমাদের দাবি, কমিশন আট বছরের যাবতীয় নথি আপডেট করে, মেধাতালিকার সমস্ত ত্রুটি-বিচ্যুতি শুধরে নিয়ে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে নিয়োগ করুক ।কমিশনের ভুলে চাকরি প্রার্থীরা গত আট বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করছেন, অথচ যাঁদের ভুলের জন্য প্রার্থীরা কষ্ট পাচ্ছেন তাঁদের কোনও শাস্তি হচ্ছে না ।"

আরও পড়ুন:শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকায় দুর্নীতির অভিযোগ, ফের হাইকোর্টের দ্বারস্থ চাকরি প্রার্থীরা

বঞ্চিত প্রার্থীদের পক্ষের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এ ব্যাপারে বলেন, "আগের বারের তুলনায় এ বারের তালিকায় ভুল আরও অনেক বেশি । যে সব প্রার্থীদের নম্বর অনেক কম, তাঁদের নম্বর বাড়িয়ে তালিকাভুক্ত করা হয়েছে । অথচ যাঁদের নম্বর অনেক বেশি এবং টেট পরীক্ষাতে অনেক নম্বর পেয়েছেন, তাঁদের নম্বর কমিয়ে মেধাতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে । ইতিমধ্যেই আমার সঙ্গে প্রচুর বঞ্চিত প্রার্থী যোগাযোগ করেছেন । আগামীকাল কলকাতা হাইকোর্টে বিষয়টি নিয়ে একটি হলফনামা জমা দেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details