কলকাতা, 9 জুলাই: উচ্চ প্রাথমিকে নিয়োগের যে মেধাতালিকা (SSC Merit List) প্রকাশিত হয়েছে তা নিয়ে আবারও উঠল বিতর্কের ঝড় । অভিযোগ উঠেছে যে, কারও নম্বর কমিয়ে তাঁকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে । আবার কারও কম নম্বর বাড়িয়ে তাঁর নাম তালিকাভুক্ত করা হয়েছে । এই নিয়ে আবারও হাইকোর্টের ( Calcutta High Court) দ্বারস্থ হতে চলেছেন অভিযোগকারী প্রার্থীরা ।
হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছিল আগের মেধাতালিকা । কোর্টের নির্দেশ অনুসারে 2015 সালে শেষবারের মতো এসএসসি-র পরীক্ষা হয়েছিল । অনেক জলঘোলা হওয়ার পর সেই পরীক্ষার মেধাতকলিকা প্রকাশ হয় 2019 সালের একেবারে শেষের দিকে । তবে সেই তালিকায় বিস্তর অসামঞ্জস্য রয়েছে বলে অভিযোগ তুলে বঞ্চিত প্রার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হন । তৎকালীন প্রধান বিচারপতি জানিয়েছিলেন, সেই মেধাতালিকাটি বাতিল করে 2021 সালের 21 জুনের মধ্যে ফের নতুন ভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে । সেই মতোই আজ মেধাতালিকা প্রকাশিত হয় ৷ তবে এ বারেরও মেধাতালিকায় বিস্তর গণ্ডগোল রয়েছে বলে অসন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা ।
আরও পড়ুন: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ, ইন্টারভিউয়ের জন্য মেধাতালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের
নাসরিন ইয়াসমিন নামে এক প্রার্থীর আগের মেধাতালিকা অনুসারে নম্বর সঠিক থাকলেও এ বারের মেধাতালিকায় তাঁর নম্বর কমিয়ে তাঁকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ তিনি বলেন যে, "স্নাতক স্তরে আমার পাওয়া নম্বরের ভিত্তিতে আমি এসএসসির মেধাতালিকায় পাব 18 নম্বর । কিন্তু আজ যে মেধাতালিকা প্রকাশিত হল, তাতে দেখা যাচ্ছে আমাকে 16 নম্বর দেওয়া হয়েছে । অথচ আগের বাতিল হয়ে যাওয়া মেধাতালিকায় আমার নম্বর সঠিক অর্থাৎ 18 এসেছিল । এ বারের মেধাতালিকায় আমার নম্বর কম থাকায় আমি ইন্টারভিউ লিস্টে জায়গা পাইনি । আশ্চর্যের বিষয় হল, আমার চেয়ে অনেক কম নম্বর পাওয়া প্রার্থীদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে । এর ফলে তাঁরা ইন্টারভিউ তালিকায় জায়গা পেয়েছেন । 2015 সালে পরীক্ষা দিয়েছিলাম ৷ সেই পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে এত সমস্যা চলছে । এরপরে চাকরি পাওয়ার যোগ্য বয়সও পেরিয়ে যাবে আমাদের অনেকেরই । প্রতিবার এইরকম ভুল হচ্ছে । আমি আবারও হাইকোর্টের দ্বারস্থ হব ।"