পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Amit Shah's Bengal Visit : বঙ্গ সফরে এসে বিজেপির কোন্দল থামানোর দিশা কি দেখাতে পারবেন অমিত শাহ ? - BJP National Vice President Dilip Ghosh

আগামী 4 মে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি ৷ সাংগঠনিক বৈঠকও করবেন ৷ সেই বৈঠকে তিনি কি বিজেপির অন্দরের কোন্দল থামানোর দিশা দেখাতে পারবেন (Can Amit Shah be able to stop Bengal BJP factionalism), আপাতত এটাই প্রশ্ন রাজনৈতিক মহলের ৷

can-amit-shah-be-able-to-stop-bengal-bjp-factionalism
Amit Shah's Bengal Visit : বঙ্গ সফরে এসে বিজেপির কোন্দল থামানোর দিশা কি দেখাতে পারবেন অমিত শাহ ?

By

Published : Apr 30, 2022, 6:17 PM IST

কলকাতা, 30 এপ্রিল : 2021-এর বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) জিতে নবান্ন দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি ৷ সেই স্বপ্ন তো সফলই হয়নি, বরং তার পর সময় যত এগিয়েছে, গেরুয়া শিবিরের অন্দরের কোন্দল তত বৃদ্ধি পেয়েছে ৷ সেই পরিস্থিতিতে তিনদিনের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর এই প্রথম বাংলায় পা রাখছেন তিনি (Amit Shah's First Bengal Visit After BJP's Assembly Poll Debacle) ৷

আগামী 4 মে তিনি এই রাজ্যে আসবেন ৷ থাকবেন 6 মে পর্যন্ত ৷ তিনদিনের এই সফরে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ৷ শিলিগুড়িতে জনসভাও করবেন ৷ পরে কলকাতায় দলের সাংগঠনিক বৈঠক করবেন ৷ আর সেই বৈঠকের দিকেই তাকিয়ে গেরুয়া শিবিরের সবপক্ষ ৷ কারণ, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিজেপির যা অবস্থা, তা তিনি কীভাবে সামাল দেন বা পরবর্তী কী নির্দেশ দিয়ে যান, সেদিকেই তাকিয়ে গেরুয়া শিবির ৷

বিজেপি সূত্রে জানা গিয়েছে, 4 মে রাতে কলকাতায় পৌঁছাবেন অমিত শাহ । পরের দিন সকালে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে যাবেন বিএসএফের সরকারি অনুষ্ঠানে যোগ দিতে ৷ ওই দিনই শিলিগুড়ি চলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । বিকেলে সেখানকার রেলওয়ে ইনস্টিটিউটের মাঠে বিজেপির জনসভায় উপস্থিত থাকবেন ৷ রাতে পাহাড়ের বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর । বৈঠকে ডাকা হতে পারে সুবাস ঘিসিংয়ের দল জিএনএলএফকেও ।

বিজেপির সূত্রে জানা গিয়েছে, 6 মে সকালে কোচবিহারের তিনবিঘায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ । ওই দিনই কলকাতায় ফিরে এসে রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করবেন তিনি । রাতে ফিরে যাবেন দিল্লি ।

গেরুয়া শিবিরের একটি সূত্রের দাবি, সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার পর বিভিন্ন কমিটিতে রদবদলকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে ৷ সেই ক্ষোভের আসল কারণ জানবেন অমিত শাহ৷ প্রয়োজনীয় নির্দেশও দেবেন ৷

এদিকে বাংলায় শাহী সফর নিয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (BJP National Vice President Dilip Ghosh) বক্তব্য, ‘‘আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছিলাম । কিন্ত কোভিডের কারণে উনি সময় দিতে পারেননি । শুধু অমিত শাহ নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) ও জেপি নাড্ডাকেও আমরা বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছি ৷’’

আরও পড়ুন :Bengal BJP : শাহী-সফরের জন্যই কি কেন্দ্রীয় নির্দেশে বঙ্গ বিজেপিতে ঐক্যের ছবি ?

ABOUT THE AUTHOR

...view details