কলকাতা, 28 এপ্রিল : কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক । 'টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট'-এর সমীক্ষার ভিত্তিতে বৃদ্ধি ও মান উন্নয়নের মাপকাঠিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (THE Impact Rankings 2022) । সমীক্ষার রিপোর্ট সামনে আসার পরেই টুইট করে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
সমীক্ষাটি দেশের সমস্ত কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান, রাজ্যের নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালগুলিকে নিয়ে করা হয়েছিল । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধির মাপকাঠির বিচারে বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে 14 নম্বরে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় ।