পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

THE Impact Rankings 2022 : টাইমসের সমীক্ষায় দেশে শীর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়, অভিনন্দন মুখ্যমন্ত্রীর - টাইমসের সমীক্ষায় দেশে শীর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়

দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির প্রথম দশের মধ্যে আবারও জায়গা করে নিল কলকাতা বিশ্ববিদ্যালয় । 'টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট'-এর সমীক্ষায় সবক'টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University has been ranked first in the country) ।

THE Impact Rankings
টাইমসের সমীক্ষায় দেশে শীর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়

By

Published : Apr 28, 2022, 9:00 PM IST

কলকাতা, 28 এপ্রিল : কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক । 'টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট'-এর সমীক্ষার ভিত্তিতে বৃদ্ধি ও মান উন্নয়নের মাপকাঠিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (THE Impact Rankings 2022) । সমীক্ষার রিপোর্ট সামনে আসার পরেই টুইট করে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সমীক্ষাটি দেশের সমস্ত কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান, রাজ্যের নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালগুলিকে নিয়ে করা হয়েছিল । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধির মাপকাঠির বিচারে বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে 14 নম্বরে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় ।

আরও পড়ুন : দেশের সেরা তালিকায় চারে কলকাতা বিশ্ববিদ্যালয়, অষ্টম যাদবপুর

এর আগেও বহু সম্মান এসেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঝুলিতে । কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) 2021-এর তালিকাতেও দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে চার নম্বরে স্থান করে নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় । ওই বছরই অ্যাকাডেমিক র‍্যাঙ্কিং অফ দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিচারে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছিল কলকাতা । পাশাপাশি 'কিউএস এমপ্লয়বিলিটি 2022’ এর বিচারেও প্রথম 20টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 12তম স্থানে অধিকার করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details