কলকাতা, 1 অগস্ট: স্কুল সার্ভিস কমিশনের আইনকে অগ্রাহ্য করেই বদলির নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। কার্যত বদলির নিয়মই পালটে দিল আদালত ৷ এতদিন চাকরির মেয়াদ 5 বছরের কম হলে বদলি করা যেত না ৷ ফলে শারীরিক অসুস্থতার জন্যও বদলি আটকে থাকত । কিন্ত সেই নিয়মে সোমবার বদল ঘটালেন বিচারপতি রাজাশেখর মান্থা । হামিদা খাতুন নামে এক শিক্ষিকার চাকরির মেয়াদ 5 বছর না হলেও, শারীরিক অসুস্থতার জন্য তাঁর বদলি কার্যকর করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা । স্কুল সার্ভিস কমিশনকে 6 সপ্তাহের মধ্যে এই বদলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি ৷
বর্ধমানের আউশগ্রামের হাতকিরিনগর বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন হামিদা খাতুন । 2019 সালে তিনি চাকরিতে যোগ দেন । স্ত্রী-রোগ সংক্রান্ত বিশেষ শারীরিক সমস্যা রয়েছে তাঁর । প্রতিদিন স্কুলের জন্য প্রায় 400 কিমি যাতায়াত করতে হয় তাঁকে । দক্ষিণ 24 পরগনার মগরাহাটে বাড়ি হামিদা খাতুনের ৷ চিকিৎসকেরা তাঁকে পরামর্শ দিয়েছেন শারীরিক কারণে 400 কিমি যাতায়াত করে স্কুলে যাওয়া ঠিক নয় তাঁর । গত বছর 24 অগস্ট তিনি বদলির জন্য আবেদন করলে তা বাতিল করে দেয় স্কুল সার্ভিস কমিশন ।