কলকাতা, 21 জানুয়ারি: বন্দি মৃত্যুতে ক্ষতিপূরণ ও সংশোধনাগারগুলিতে নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি সংখ্যক বন্দি রাখার বিষয়ে রাজ্যের (Calcutta High Court orders WB Government) রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের প্রত্যেকটি হাইকোর্টই এই ব্যাপারে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করেছে ৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চেও স্বতঃস্ফূর্ত মামলা দায়ের হয়েছে ৷
ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট একাধিক আদালত বান্ধবও নিয়োগ করেছে এই মামলায় । আদালত বান্ধবরা রাজ্যের বিভিন্ন সংশোধনাগারগুলিতে বন্দিদের কী পরিস্থিতি সেই বিষয় খতিয়ে দেখে একাধিক রিপোর্ট দিয়েছে । শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে মানবাধিকার সংগঠনের তরফের আইনজীবী অভিযোগ করেন, রাজ্যের সংশোধনাগারগুলিতে যতজন থাকার কথা তার থেকে দ্বিগুণ সংখ্যক বন্দি রয়েছে । জেলে থাকাকালীন বন্দির মৃত্যুও হয়েছে কিন্তু এখনও তাদের পরিবার ক্ষতিপূরণ পায়নি, এরকম 42 জনের তথ্য তাদের কাছে রয়েছে । তিনি আদালতে আরও জানান, মালদা সংশোধনাগারে বন্দি থাকার কথা 350 জনের সেখানে বন্দি রয়েছে 1 হাজার 100 জন । গত প্রায় তিন বছর ধরে গোটা দেশ, গোটা বিশ্ব করোনা মহামারির সঙ্গে লড়াই করছে । এই করোনা আবহেও ঠাসাঠাসি-গাদাগাদি করে বন্দিদের থাকতে হচ্ছে । এই পরিস্থিতিতে রাজ্যের সংশোধনাগারগুলির অমানবিক পরিস্থিতি থেকে বন্দিদের রেহাই দেওয়া যায় কি না সেই বিষয়ে বিচার বিবেচনা করছে আদালত ৷