কলকাতা, 20 জুলাই: রাজ্যের বিভিন্ন স্কুলে হাজার হাজার প্রাথমিক শিক্ষকের পদ খালি পড়ে রয়েছে ৷ অথচ, তারপরও যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছেন না ! এই প্রেক্ষাপটে সমস্যা সমাধানে স্বতঃপ্রণোদিত মামলা (Suo Moto Cognizance) গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন করেছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৷
2020 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) প্রক্রিয়ায় অংশগ্রহণ করার পরও বহু প্রার্থীই চাকরি পাননি ৷ মেধাতালিকায় নাম ওঠার পরও পরবর্তী পর্যায়ে তাঁরা প্রক্রিয়া থেকে বাদ পড়ে গিয়েছেন ৷ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এই বিষয়ে একাধিক মামলা রুজু করা হয়েছে ৷ তেমনই একটি মামলায় তথ্য জানার অধিকার আইনে (RTI) সংগৃহীত নথি জমা করা হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছ, 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় মোট 9 হাজার 260 জন প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছেন ৷ এখনও শূন্য পদ রয়েছে 6 হাজার 24টি ৷ সেই পদগুলিতেই যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে মামলা রুজু করা হয়েছে ৷