কলকাতা, 26 জুলাই : রাজ্যে এই মুহূর্তে করোনা টিকাকরণের কী পরিস্থিতি, তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট । এই সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানতে চেয়েছেন, টিকা পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কী পদ্ধতি অবলম্বন করেছে ? বা কী নীতি গ্রহণ করা হয়েছে, তাও জানাতে হবে আদালতকে ।
পাশাপাশি এখনও পর্যন্ত রাজ্যের মোট কত মানুষ ভ্যাকসিন পেয়েছেন, কী কী ভ্যাকসিন দেওয়া হয়েছে, কত সংখ্যক মানুষ কোন কোন ভ্যাকসিন পেয়েছেন, তাও কেন্দ্রের কাছে জানতে চাইল আদালত । একইসঙ্গে জনসংখ্যার অনুপাত অনুসারে ঠিকঠাক ভ্যাকসিন পাঠানো হচ্ছে কি না, তাও জানানোর নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ ।
আদালত তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, কোন ব্যক্তি কী ভ্যাকসিন পাচ্ছেন, তার হিসেব রাখা অত্যন্ত জরুরি । কারণ, টিকা নেওয়ার পরেও অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন । ফলে কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়ার পর্যালোচনার জন্য টিকা গ্রহণকারীদের সমস্ত তথ্য নথিবদ্ধ হওয়া দরকার । একইসঙ্গে দেশের মোট কত মানুষ ভ্যাকসিন নিয়েছেন , কী কী ভ্যাকসিন নিয়েছেন, কত সংখ্যক মানুষ কোন কোন ভ্যাকসিন নিয়েছেন, তাও কেন্দ্রের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট ।