কলকাতা, 7 জানুয়ারি :গঙ্গাসাগর মেলা আয়োজন বন্ধে কোনও নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court Verdicts on Gangasagar Mela) ৷ করোনা বিধিনিষেধ পালন করে মেলা আয়োজনে অনুমতি প্রদান করল হাইকোর্ট ৷ তিন সদস্যের কমিটি গঠন এবং পুরো মেলা নজরদারি করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ পরিস্থিতি খারাপ হলে ওই কমিটি মেলা বন্ধ করার নির্দেশও দিতে পারে ৷ তিন সদস্যের কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্যসচিব, বিরোধী দলনেতা এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অথবা তাঁর নিযুক্ত প্রতিনিধি। পাশাপাশি রাজ্যকে অবিলম্বে গঙ্গাসাগর মেলাকে সংরক্ষিত এলাকা ঘোষণা করার নির্দেশ কলকাতা হাইকোর্টের।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে নির্দেশ দিয়েছে, প্রতিদিন সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে মেলা ইস্যুতে সচেতনতা প্রচার করতে। করোনা পরিস্থিতিতে বেশি লোক যাতে মেলায় না যায়, প্রচারে সেই বিষয়টিকে গুরুত্ব দিতে বলা হয়েছে রাজ্যকে। পাশাপাশি, রাজ্যে আরোপিত করোনা বিধিনিষেধের 10 নম্বর নির্দেশিকায় উল্লেখিত বিষয়টি যেন গঙ্গাসাগর মেলার ক্ষেত্রেও প্রযোজ্য হয়, তাও বলা হয়েছে নির্দেশে। ওই নির্দেশিকায় রয়েছে, কোনও ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে 50 জনের বেশি জমায়েত করা যাবে না ৷