কলকাতা, 15 ডিসেম্বর : কলকাতা পৌরভোটের ওপর স্থগিতাদেশ নয় (Calcutta high court refuses to issue stay on KMC election 2021) ৷ রাজ্যের অন্যান্য পৌরসভার নির্বাচনও দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । শুধু দ্রুতই নয়, নির্বাচন কম দফায় সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ মামলার পরবর্তী শুনানি রয়েছে 23 ডিসেম্বর ৷
উল্লেখ্য, কলকাতা পৌরসভার ভোট স্থগিত করার আবেদন জানিয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি । আজ সেই আবেদন খারিজ করে দিল রাজ্যের সর্বোচ্চ আদালত ।
পৌরভোট নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় । প্রথম মামলা করেছিল সিপিআইএম হাওড়া জেলা কমিটি । রাজ্যের সমস্ত পৌরসভায় দ্রুত ভোট করানোর দাবিতে মামলা করেছিল তারা । পরে একই দাবিতে আরেকটি জনস্বার্থ মামলা করেন মৌসুমী রায় । কলকাতা পৌরভোটের দিন ঘোষণা হওয়ার কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি ছিল, গোটা রাজ্যের সমস্ত পৌরসভার ভোট এবং নির্বাচনের গণনা একসঙ্গে করাতে হবে । পাশাপাশি কলকাতা পৌরসভার ভোট আপাতত স্থগিত রাখার আবেদনও জানানো হয়েছিল ।