পশ্চিমবঙ্গ

west bengal

KMC Election 2021 : কলকাতা পৌরভোটে স্থগিতাদেশ নয়, বিজেপির আবেদন খারিজ হাইকোর্টে

By

Published : Dec 15, 2021, 10:51 AM IST

Updated : Dec 15, 2021, 3:01 PM IST

কলকাতা পৌরসভার ভোট স্থগিত করার আবেদন জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি । সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta high court refuses to issue stay on KMC election 2021) ।

KMC Election 2021
বিজেপির আবেদন নস্যাৎ হাইকোর্টে

কলকাতা, 15 ডিসেম্বর : কলকাতা পৌরভোটের ওপর স্থগিতাদেশ নয় (Calcutta high court refuses to issue stay on KMC election 2021) ৷ রাজ্যের অন্যান্য পৌরসভার নির্বাচনও দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । শুধু দ্রুতই নয়, নির্বাচন কম দফায় সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ মামলার পরবর্তী শুনানি রয়েছে 23 ডিসেম্বর ৷

উল্লেখ্য, কলকাতা পৌরসভার ভোট স্থগিত করার আবেদন জানিয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি । আজ সেই আবেদন খারিজ করে দিল রাজ্যের সর্বোচ্চ আদালত ।

পৌরভোট নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় । প্রথম মামলা করেছিল সিপিআইএম হাওড়া জেলা কমিটি । রাজ্যের সমস্ত পৌরসভায় দ্রুত ভোট করানোর দাবিতে মামলা করেছিল তারা । পরে একই দাবিতে আরেকটি জনস্বার্থ মামলা করেন মৌসুমী রায় । কলকাতা পৌরভোটের দিন ঘোষণা হওয়ার কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি ছিল, গোটা রাজ্যের সমস্ত পৌরসভার ভোট এবং নির্বাচনের গণনা একসঙ্গে করাতে হবে । পাশাপাশি কলকাতা পৌরসভার ভোট আপাতত স্থগিত রাখার আবেদনও জানানো হয়েছিল ।

এর আগে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিল কলকাতা পৌরসভা বাদে রাজ্যের অন্যান্য 111টা পৌরসভার ভোট তারা কবে এবং কত দফায় করতে চায় ? রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন এ ব্যাপারে তাদের পরিকল্পনা আদালতকে জানান । কিন্তু নির্বাচন কমিশনের তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়, রাজ্য সরকার তাদের জানিয়েছে, কত দফায় এবং কত তারিখে রাজ্যের অন্যান্য পৌরসভার ভোট সম্পন্ন করা হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে আগামী বছরের মে মাসের মধ্যে 6 থেকে 8 দফায় রাজ্য সরকার রাজ‍্যের বকেয়া পৌরসভার ভোট সম্পন্ন করতে চায় । সমস্তটাই নির্ভর করছে রাজ্যের করোনা পরিস্থিতির উপর ।

কলকাতা পৌরভোটে স্থগিতাদেশ নয়

আরও পড়ুন : Dilip Ghosh on KMC Election 2021 : শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন হলে ফলাফল অন্য হবে, পৌরভোট নিয়ে আশাবাদী দিলীপ

যদিও রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি । তাদের বক্তব্য ছিল, রাজ্য বাকি পৌরসভার ভোট করাতে চায় কিনা, তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে ।

Last Updated : Dec 15, 2021, 3:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details