কলকাতা, 28 সেপ্টেম্বর : এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ সিবিআইকে (CBI) । বুধবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷
একই সঙ্গে এদিন তিনি বলেন, ‘‘সুবীরেশ ভট্টাচার্যকে আমি চিনি ৷ তিনি অত্যন্ত ভালো লোক । তিনি বেআইনি নিয়োগে সম্মতি দিতে পারেন না । নিশ্চয় পেছনে অন্য কারও হাত রয়েছে ৷’’ তিনি জানিয়েছেন, সেই কারণেই সিবিআইকে প্রয়োজনে হেফাজতে নিয়ে সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ।
আদালত সূত্রে খবর, এদিন বিচারপতির সামনে কিছু তথ্য পেশ করে সিবিআই ৷ তাতে দেখা যাচ্ছে এসএসসির ওয়েবসাইটে চাকরি প্রার্থী হিসেবে এমন অনেকের নাম রয়েছে, যাঁদের ওএমআর শিটে প্রশ্নের কোনও উত্তরই লেখা নেই ৷ তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, সেই সময় পর্ষদ সভাপতি কে ছিলেন ? সিবিআই জানায়, সুবীরেশ ভট্টাচার্য ।
বিচারপতি জানতে চান, এঁদের জামিন পাওয়ার সম্ভাবনা আছে কি না ! সিবিআই জানায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সবাই গ্রেফতার হয়েছেন । জামিন পাওয়ার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না ।