কলকাতা, 28 জানুয়ারি: করোনা পরিস্থিতিতে চিকিৎসার খরচে অস্বচ্ছতা, রাজ্য স্বাস্থ্য কমিশনের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। খরচ বেঁধে দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ সেই মামলাতেই তিন সপ্তাহের মধ্যে এই ব্যাপারে স্বাস্থ্য কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয়।
মামলাকারী আইনজীবী শ্রীকান্ত দত্তের দাবি হচ্ছে, করোনা মহামারির মতো পরিস্থিতিতে সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম ইচ্ছেমতো বিলের বোঝা চাপাচ্ছে সাধারণ মানুষের ঘাড়ে। 2017 সালে সেন্ট্রাল মেডিক্যাল এস্টাবলিশমেন্ট আইন অনুযায়ী রাজ্যে যে হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র রয়েছে, সেগুলির পরিচালনা করার জন্য প্রত্যেক রাজ্যের স্বাস্থ্য কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল। যাতে চিকিৎসার খরচ সুনির্দিষ্ট করে বেঁধে দেয় তারা । আইনে উল্লেখ করাছিল এই ব্যাপারে স্বচ্ছতা আনতে হবে। স্বচ্ছতা কথাটা নতুন করে ঢোকানো হয়েছিল। কিন্তু, রাজ্য সরকার কিছুই করেনি।