কলকাতা, 5 অগস্ট: কল্যাণী এইমসে বেআইনি নিয়োগ সংক্রান্ত মামলায় সিআইডি'র কাছে তদন্তের অগ্রগতি রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court summons CID) । শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী 16 অগস্টের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে আদালতে ।
উল্লেখ্য, মৈত্রী দানা নামে এক তরুণীকে বেআইনিভাবে কল্যাণী এইমসে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যাক্তি । সিবিআই তদন্ত চেয়ে মামলা করেছিলেন তিনি । বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী । কল্যাণী এইমসে মৈত্রী দানা ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি পেয়েছেন । মাসিক বেতন 30 হাজার টাকা ।