কলকাতা 25 জানুয়ারি : রাজভবনের অতিরিক্ত মুখ্যসচিবকে তলব করেও প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। আগামী মঙ্গলবার, 2 ফেব্রুয়ারি তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজ শেখর মানথা। তবে দ্বিতীয়ার্ধে সেই নির্দেশ প্রত্যাহার করে নেন তিনি।
মামলাকারী পার্থ প্রতিম ঘোষ ও মৌ মিত্র সরকার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, গত সেপ্টেম্বর মাসে রাজভবনের কর্মচারী পদ থেকে তাঁদের কোনও কারণ না-দেখিয়েই রিলিজ অর্ডার দিয়ে দেওয়া হয়। রাজ্য সরকারকে এ ব্যাপারে জানালে রাজ্য জানায়, এ বিষয়ে তাদের কাছে কোনও রিকুইজিশন নেই। মামলাকারীদের অভিযোগ, রাজভবনে চারবার আবেদন করলেও রাজভবন কর্তৃপক্ষ কোনও সাড়া দেয়নি। এমনকী তাঁদের বেতনও চার মাসের বেশি সময় ধরে বন্ধ। এই মামলার প্রেক্ষিতেই রাজভবনের অতিরিক্ত মুখ্যসচিবকে তলব করে কলকাতা হাইকোর্ট।