পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 25, 2021, 2:41 PM IST

Updated : Jan 25, 2021, 2:59 PM IST

ETV Bharat / city

রাজভবনের অতিরিক্ত মুখ্যসচিবকে তলবের নির্দেশ প্রত্যাহার হাইকোর্টের

রাজভবনের কর্মচারী পদ থেকে তাঁদেরকে কোনও কারণ না-দেখিয়েই রিলিজ অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন পার্থ প্রতিম ঘোষ ও মৌ মিত্র সরকার। তারই প্রেক্ষিতে রাজভবনের অতিরিক্ত মুখ্যসচিবকে তলব করলেও পরে তা প্রত্যাহার করে নেয় কলকাতা হাইকোর্ট।

calcutta-high-court-summoned-additional-chief-secretary-of-rajbhavan
রাজভবনের অতিরিক্ত মুখ্যসচিবকে তলব হাইকোর্টের

কলকাতা 25 জানুয়ারি : রাজভবনের অতিরিক্ত মুখ্যসচিবকে তলব করেও প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। আগামী মঙ্গলবার, 2 ফেব্রুয়ারি তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজ শেখর মানথা। তবে দ্বিতীয়ার্ধে সেই নির্দেশ প্রত্যাহার করে নেন তিনি।

মামলাকারী পার্থ প্রতিম ঘোষ ও মৌ মিত্র সরকার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, গত সেপ্টেম্বর মাসে রাজভবনের কর্মচারী পদ থেকে তাঁদের কোনও কারণ না-দেখিয়েই রিলিজ অর্ডার দিয়ে দেওয়া হয়। রাজ্য সরকারকে এ ব্যাপারে জানালে রাজ্য জানায়, এ বিষয়ে তাদের কাছে কোনও রিকুইজিশন নেই। মামলাকারীদের অভিযোগ, রাজভবনে চারবার আবেদন করলেও রাজভবন কর্তৃপক্ষ কোনও সাড়া দেয়নি। এমনকী তাঁদের বেতনও চার মাসের বেশি সময় ধরে বন্ধ। এই মামলার প্রেক্ষিতেই রাজভবনের অতিরিক্ত মুখ্যসচিবকে তলব করে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: ভোটারদের 'ভয়' কাটাতে রাজ্যকে পদক্ষেপের পরামর্শ রাজ্য়পালের

রাজভবনের অতিরিক্ত মুখ্যসচিবকে তলব করেও দ্বিতীয়ার্ধে তা প্রত্যাহার করে নেয় হাইকোর্ট। রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শীর্ষন‍্য মুখোপাধ্যায়। তিনি আবেদন করেন যে, অতিরিক্ত মুখ্যসচিবের হাজিরার নির্দেশ প্রত্যাহার করা হোক। প্রয়োজনে এই মামলায় প্রতিনিধিত্ব করবেন রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল। কারণ কর্তৃপক্ষের এই দড়ি টানাটানিতে আখেরে কর্মচারীরাই সাফার করবেন। এরপরই বিচারপতি তাঁর নির্দেশ প্রত্যাহার করে নেন। এই মামলার পরবর্তী শুনানি হবে 2 ফেব্রুয়ারিতেই।

Last Updated : Jan 25, 2021, 2:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details