পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 1, 2022, 4:28 PM IST

Updated : Aug 1, 2022, 6:02 PM IST

ETV Bharat / city

Misuse of Red Beacon: লাল বাতির অপব্যবহার রুখতে কী করছে রাজ্য ? জবাব চাইল কলকাতা হাইকোর্ট

লাল বাতি লাগানো গাড়ির বেআইনি ব্যবহার (Misuse of Red Beacon) রুখতে কী কী পদক্ষেপ করছে রাজ্য সরকার (State Government) ? জবাব তলব কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ৷

Calcutta High Court sought report from State Government on misuse of Red Beacon
Misuse of Red Beacon: লাল বাতির অপব্যবহার রুখতে কী করছে রাজ্য ? জবাব চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, 1 অগস্ট: বেআইনিভাবে গাড়িতে লাল বাতি (Misuse of Red Beacon) ব্যবহার করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার (State Government) ? সোমবার সংশ্লিষ্ট একটি মামলা প্রসঙ্গে রাজ্য সরকারের আইনজীবীর কাছে এই প্রশ্নের উত্তর চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ যদিও রাজ্য়ের আইনজীবীর বক্তব্য, এই বিষয়ে আইনে নির্দিষ্ট করে শাস্তি প্রদানের কোনও উল্লেখ নেই ৷ স্বভাবতই সরকারের এমন অবস্থানে সন্তুষ্ট নয় আদালত ৷ এই বিষয়ে মঙ্গলবারই রাজ্যকে বিস্তারিত তথ্য পেশ করতে বলা হয়েছে ৷ অন্যদিকে, গাড়িতে কালো কাচ লাগানোর বিষয়েও সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দিষ্ট গাইড লাইন রয়েছে ৷ এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের সহকারী অতিরিক্ত সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য ৷ শীর্ষ আদালতের সেই গাইড লাইনে কী কী নির্দেশ দেওয়া হয়েছিল, মঙ্গলবারই তা হাইকোর্টকে জানাবে কেন্দ্র ৷

শুনুন মামলাকারীর আইনজীবীর বক্তব্য

প্রসঙ্গত, রাজ্যে লাল বাতির অপব্য়বহারের অভিযোগ নতুন নয় ৷ তারই প্রেক্ষিতে গাড়িতে লাল বাতির ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সংস্কার আনা হয় ৷ কারা এই ধরনের গাড়ি ব্যবহার করতে পারবেন, সেই বিষয়ে কিছু নির্দেশ দেওয়া হয় ৷ যদিও সেই নির্দেশ স্পষ্ট নয় বলেই অভিযোগ তরুণজ্যোতি তিওয়ারি নামে এক আইনজীবীর ৷ বিষয়টি আদালতের নজরে আনতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু করেন তিনি ৷ মামলাকারীর বক্তব্য, গাড়িতে লাল বাতির ব্যবহারের অধিকার নিয়ে রাজ্য়ের কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট ৷ কিন্তু, সেই রিপোর্ট নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ কারা লাল বাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারবেন, আর কারা পারবেন না, তা ওই রিপোর্টে একেবারেই স্পষ্ট নয় ৷

আরও পড়ুন:Anubrata Red Beacon Controversy : অনুব্রতর গাড়ি থেকে খোলা হল লালবাতি

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের (Justice Prakash Shrivastava) এজলাসে সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য ওঠে ৷ নিজের আবেদনে মামলাকারী আইনজীবী বলেন, "তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল লাল বাতি লাগানো গাড়িতে এসএসকেএম হাসপাতালে এসেছিলেন ৷ সংবাদমাধ্যমে সেই খবর সম্প্রচারিত হয়েছিল ৷ আমি এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলাম ৷" এই ঘটনার প্রেক্ষিতেই আইন ভঙ্গের অভিযোগ তোলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ৷ তাঁর এই অভিযোগের ভিত্তিতে প্রধান বিচারপতি জানতে চান, বেআইনিভাবে গাড়িতে লাল বাতি ব্যবহার করলে রাজ্য কী পদক্ষেপ করে ? জবাবে রাজ্যের আইনজীবী অনির্বাণ রায় জানান, "ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল তাঁর গাড়ি থেকে লাল বাতি খুলে নিয়েছেন ৷"

এরপর প্রধান বিচারপতি মামলাকারী আইনজীবীর কাছে জানতে চান, এই ঘটনায় আইন অনুযায়ী অনুব্রত মণ্ডলের কী শাস্তি হওয়া উচিত ? জবাবে তরুণজ্যোতি বলেন, অনুব্রতর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হওয়া উচিত ৷ আদালতে তাঁর বিচার হওয়া উচিত ৷

কিন্তু, এরপরই রাজ্যের তরফে আইনজীবী অনির্বাণ রায় জানান, "লাল বাতি লাগানো গাড়িতে চড়লে অভিযুক্তের শাস্তির প্রদানের বিষয়ে আইনে স্পষ্ট কোনও নির্দেশ নেই ৷ তবে, গাড়িতে কালো কাচ লাগানোর বিষয়ে Motor Vehicle Act-এ নির্দিষ্ট নির্দেশ রয়েছে ৷ সেই অনুসারে, গাড়ির সামনের অংশে লাগানো কাচের স্বচ্ছতা হতে হবে কমপক্ষে 70 শতাংশ ৷ এবং দুই পাশের জানলায় ব্যবহৃত কাচের স্বচ্ছতা হবে অন্তত 50 শতাংশ ৷ চলন্ত গাড়ির ভিতর অপরাধ রুখতেই এমন আইন আনা হয়েছে ৷ এই তথ্য শোনার পর, এই বিষয়ে কেন্দ্রের কাছ থেকেও রিপোর্ট তলব করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ মঙ্গলবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷

Last Updated : Aug 1, 2022, 6:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details