পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Saigal Hossain: সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রয়োজন কী, ইডির কাছে জবাব চাইল হাইকোর্ট

গরুপাচার মামলায় (West Bengal Cattle Smuggling Case) জেরার জন্য অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) দিল্লিতে নিয়ে যেতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) ৷ কিন্তু, এর কী প্রয়োজন ? ইডি (ED)-এর কাছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ মঙ্গলবার দুপুরেই জবাব তলব আদালতের ৷

Calcutta High Court sought answer from ED regarding Transit Remand of Saigal Hossain
Saigal Hossain: সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রয়োজন কী, ইডি-এর কাছে জবাব চাইল আদালত

By

Published : Oct 11, 2022, 12:40 PM IST

Updated : Oct 11, 2022, 1:04 PM IST

কলকাতা, 11 অক্টোবর:কলকাতা, 11 অক্টোবর: গরুপাচার মামলায় (West Bengal Cattle Smuggling Case) ধৃত সায়গল হোসেনকে (Saigal Hossain) দিল্লি নিয়ে যাওয়ার প্রয়োজন কী ? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate)-এর কাছে এই প্রশ্নের উত্তর চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আদালতের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার (11 অক্টোবর, 2022) দুপুর 2টোর মধ্যে ইডি (ED)-কে এই প্রশ্নের জবাব লিখিত আকারে জমা দিতে হবে ৷

প্রসঙ্গত, গরুপাচার মামলায় তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করার বহু আগেই তাঁর দেহরক্ষী তথা রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত সায়গলকে গ্রেফতার করা হয় ৷ পরবর্তীতে তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরার করার পরিকল্পনা করে ইডি ৷ সোমবার এই একই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করে তারা ৷ আদালত সূত্রে খবর, এই প্রসঙ্গে রাজ্য সরকারের (West Bengal Government) তরফ থেকে জানানো হয়েছে, ইডি আগেও একই দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা রুজু করেছিল ৷ যা খারিজ হয়ে যায় ৷

আরও পড়ুন:সায়গল হোসেনকে হেফাজতে নিতে হাইকোর্টের দ্বারস্থ ইডি

এই প্রেক্ষাপটে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট ইডি-কে নির্দেশ দেয়, এদিন দুপুর 2টোর মধ্যে আদালতে লিখিত জবাব জমা দিতে হবে তাদের ৷ তাতে জানাতে হব, সায়গল হোসেনকে কি আদৌ হেফাজতে নেওয়ার দরকার রয়েছে ইডি-এর ? থাকলে, সেই কারণ আদালতকে বিস্তারিতভাবে জানাতে হবে ৷ প্রসঙ্গত, সায়গল হোসেন বর্তমানে আসানসোলের সংশোধনাগারে বন্দি রয়েছেন ৷ একই জায়গায় হাজতবাস করতে হচ্ছে অনুব্রতকেও ৷ সায়গলকে হেফাজতে নিতে চেয়ে সংশ্লিষ্ট কারাগার কর্তৃপক্ষের কাছে আগেই আবেদন জানিয়েছিল ইডি ৷ কিন্তু, সংশোধনাগারের তরফে সেই আবেদন বাতিল করে দেওয়া হয় ৷ আর সেই কারণেই সোমবার (10 অক্টোবর, 2022) কলকাতা হাইকোর্টে মামলা রুজু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই মামলারই শুনানি হয় মঙ্গলবার ৷

Last Updated : Oct 11, 2022, 1:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details