কলকাতা, 12 অগস্ট : ঝাড়খণ্ডের বিধায়কদের থেকে অর্থ উদ্ধার (Jharkhand MLA Money Recovery) বিষয়ে এক্তিয়ার না থাকায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ মামলা পাঠাল ডিভিশন বেঞ্চে । বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ নির্দেশে জানায়, এই মামলায় আইপিসি 467 ধারা যুক্ত করা হয়েছে, যাতে 10 বছর পর্যন্ত সাজা হতে পারে দোষীদের । তাই এই মামলা শোনার এক্তিয়ার একক বেঞ্চের নেই । বিধায়কদের জামিনের বিষয়ে এবার শুনানি হবে ডিভিশন বেঞ্চে ।
এদিন মামলার শুনানিতে বিধায়কদের তরফে আইনজীবী শেখর বোস বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশেই বিধায়কদের গতকাল বিশেষ আদালতে তোলা হয়েছিল ৷ তাঁদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । তার আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বিধায়কদের একাধিক বার তোলা হয়, যা বেআইনি । পাশাপাশি 467 যুক্ত করা হয় জামিনের আবেদন হাইকোর্টে চলাকালীন ।’’ অন্যদিকে রাজ্যের আইনজীবী শ্বাশতগোপাল মুখোপাধ্যায় এদিন কেস ডায়েরি জমা করেন আদালতে ।