পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Internet Connectivity in Lower Courts নিম্ন আদালগুলিতে ইন্টারনেটের হাল কেমন, রিপোর্ট তলব হাইকোর্টের

পশ্চিমবঙ্গের নিম্ন আদালতগুলিতে ইন্টারনেট পরিষেবা (Internet Connectivity in Lower Courts) কেমন, তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আগামী 23 সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকারকে (West Bengal Government) এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে ৷

By

Published : Aug 12, 2022, 5:38 PM IST

Calcutta High Court seeks report on Internet Connectivity in Lower Courts
Internet Connectivity in Lower Courts নিম্ন আদালগুলিতে ইন্টারনেটের হাল কেমন, রিপোর্ট তলব হাইকোর্টের

কলকাতা, 12 অগস্ট: পশ্চিমবঙ্গের নিম্ন আদালতগুলিতে ইন্টারনেট পরিষেবার (Internet Connectivity in Lower Courts) পরিস্থিতি জানতে চেয়ে রাজ্যের (West Bengal Government) কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আগামী 23 সেপ্টেম্বরের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে ৷ শুক্রবার এমনটাই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

মামলাকারী মঙ্গলকুমার সর্দারের আবেদন, রাজ্যের বিভিন্ন ট্রাইব্যুনাল-সহ সমস্ত আদালতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানির পরিষেবা চালু করা হোক ৷ তবে, ভার্চুয়াল শুনানি করতে হলে ইন্টারনেট পরিষেবা থাকা আবশ্যিক ৷ কিন্তু, জেলা আদালত-সহ বহু ট্রাইব্যুনালেই সেই পরিষেবা নেই ৷

আরও পড়ুন:HC Orders on DA Case মহার্ঘভাতা মামলায় হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি রাজ্যের

কলকাতা হাইকোর্ট প্রশাসনের পক্ষ থেকে এদিনের এজলাসে জানানো হয়, রাজ্যের 83টি আদালতে ইন্টারনেট পরিষেবা বহাল রয়েছে ৷ ফলে সেই আদালতগুলিতে ভার্চুয়াল শুনানি নিয়ে কোনও সমস্যা নেই ৷ কিন্তু, এখনও অন্তত 10টি আদালতে ইন্টারনেট পরিষেবা নেই ৷ ফলে সেই আদালতগুলিতে অবিলম্বে ভার্চুয়াল শুনানি করা সম্ভব নয় ৷

যেহেতু পশ্চিমবঙ্গের সমস্ত আদালতের পরিষেবা বা পরিকাঠামোর দায়িত্ব রাজ্য প্রশাসনের, তাই রাজ্যের কাছেই সমস্ত আদালতে ভার্চুয়াল শুনানির জন্য প্রয়োজনীয় ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ৷ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 23 সেপ্টেম্বর ৷

ABOUT THE AUTHOR

...view details