কলকাতা, 30 সেপ্টেম্বর :শান্তিনিকেতনের খোয়াই নদীর (Khoai River) পাড়ে কোনও বেআইনি নির্মাণ রয়েছে কিনা, সেই বিষয়ে বন দফতরের (Forest Department) রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আগামী 29 নভেম্বরের মধ্যে আদালতে সেই রিপোর্ট পেশ করতে হবে বন দফতরকে ৷ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের (Rajesh Bindal) নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি, ভবিষ্যতেও যাতে খোয়াইয়ের পাড়ে কোনও বেআইনি নির্মাণ না হয়, সেদিকেও প্রশাসনকে নজর রাখার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷
আরও পড়ুন :Birbhum: বীরভূমের কোপাই নদীতে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগে আটক 2
উল্লেখ্য, 2013 সালে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু করেন ধর্মেন্দ্র কুমার শর্মা নামে এক ব্যক্তি ৷ তাঁর অভিযোগ ছিল, খোয়াইয়ের পাড়ে বেআইনিভাবে নির্মাণকাজ চলছে ৷ যা অবিলম্বে বন্ধ করার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি ৷ এদিন সেই মামলারই শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে ৷ তিনি এদিন রাজ্যের বন বিভাগের সচিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷ সেই মোতাবেক, বৃহস্পতিবার আদালতে হাজিরা দেন বন বিভাগের সচিব বিবেক কুমার ৷