কলকাতা, 21 সেপ্টেম্বর:2016 সালের নবম-দশমে কতজনকে বেআইনি ভাবে নিয়োগ (SSC Recruitment Scam) করা হয়েছে, আলাদা আলাদা ভাবে স্কুল সার্ভিস কমিশন ও সিবিআইয়ের (CBI) কাছে তা জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এ দিন কলকাতা হাইকোর্টে (Calcutta HC) এই সংক্রান্ত মামলার শুনানিতে তিনি বলেন, 2016 সালের ক্লাস নাইন-টেনে কতজনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে, তা আলাদা করে খতিয়ে দেখবে স্কুল সার্ভিস কমিশন । বেআইনি ভাবে চাকরি (Employed illegally) পেয়েছেন যাঁরা, তাঁদের চাকরি থেকে বহিস্কার করা হবে এবং যাঁরা ওয়েটিং লিস্টে রয়েছেন তাঁদের দ্রুত যাতে চাকরি দেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে ৷
সিবিআইও আলাদা করে রিপোর্ট দেবে, কতজনকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে । তার জন্য তারা স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান ও সেক্রেটারির সহযোগিতা নিতে পারে বলে উল্লেখ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আগামী বৃহস্পতিবার ফের শুনানি হবে এই মামলার Calcutta High Court।
যদিও স্কুল সার্ভিস কমিশনের তরফের আইনজীবী লক্ষ্মী গুপ্তা উল্লেখ করেন, এটা স্কুল সার্ভিস কমিশনের পক্ষে খুঁজে বের করা অত্যন্ত কঠিন । কারণ সার্ভিস কমিশন কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না কাদের নিয়োগ আইনি আর কাদের নিয়োগ বেআইনি । কাউকে জিজ্ঞাসাবাদ না করলে বোঝাও সম্ভব নয় । কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করে বের করছে । স্কুল সার্ভিস কমিশন কীভাবে করবে এটা ?
স্কুল সার্ভিস কমিশনের তরফে আরও উল্লেখ করা হয়েছে, তাদের তথ্য অনুযায়ী মোটামুটি 16-17 জনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে ।