পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SSC Recruitment Scam: কারা 2016তে নবম-দশমে বেআইনি ভাবে নিযুক্ত ? এসএসসি-সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট - স্কুল সার্ভিস কমিশন

2016 সালের নবম-দশমে (Employed illegally) কতজনকে বেআইনি ভাবে নিয়োগ (SSC Recruitment Scam) করা হয়েছে, আলাদা আলাদা করে স্কুল সার্ভিস কমিশন ও সিবিআইকে (CBI) সেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC)৷

Who are employed illegally in 9th-10th class in 2016, Calcutta HC asks report from SSC CBI
কারা 2016তে নবম-দশমে বেআইনি ভাবে নিযুক্ত ? এসএসসি-সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

By

Published : Sep 21, 2022, 1:56 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর:2016 সালের নবম-দশমে কতজনকে বেআইনি ভাবে নিয়োগ (SSC Recruitment Scam) করা হয়েছে, আলাদা আলাদা ভাবে স্কুল সার্ভিস কমিশন ও সিবিআইয়ের (CBI) কাছে তা জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এ দিন কলকাতা হাইকোর্টে (Calcutta HC) এই সংক্রান্ত মামলার শুনানিতে তিনি বলেন, 2016 সালের ক্লাস নাইন-টেনে কতজনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে, তা আলাদা করে খতিয়ে দেখবে স্কুল সার্ভিস কমিশন । বেআইনি ভাবে চাকরি (Employed illegally) পেয়েছেন যাঁরা, তাঁদের চাকরি থেকে বহিস্কার করা হবে এবং যাঁরা ওয়েটিং লিস্টে রয়েছেন তাঁদের দ্রুত যাতে চাকরি দেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে ৷

সিবিআইও আলাদা করে রিপোর্ট দেবে, কতজনকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে । তার জন্য তারা স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান ও সেক্রেটারির সহযোগিতা নিতে পারে বলে উল্লেখ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আগামী বৃহস্পতিবার ফের শুনানি হবে এই মামলার Calcutta High Court।

যদিও স্কুল সার্ভিস কমিশনের তরফের আইনজীবী লক্ষ্মী গুপ্তা উল্লেখ করেন, এটা স্কুল সার্ভিস কমিশনের পক্ষে খুঁজে বের করা অত্যন্ত কঠিন । কারণ সার্ভিস কমিশন কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না কাদের নিয়োগ আইনি আর কাদের নিয়োগ বেআইনি । কাউকে জিজ্ঞাসাবাদ না করলে বোঝাও সম্ভব নয় । কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করে বের করছে । স্কুল সার্ভিস কমিশন কীভাবে করবে এটা ?
স্কুল সার্ভিস কমিশনের তরফে আরও উল্লেখ করা হয়েছে, তাদের তথ্য অনুযায়ী মোটামুটি 16-17 জনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে ।

আরও পড়ুন:বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের গ্রেফতারি পরোয়ানা খারিজ হাইকোর্টে

তারপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে এই সপ্তাহেই মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে একটা বৈঠক করে 28 সেপ্টেম্বর রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন ৷ কতজনকে বেআইনি ভাবে নিযুক্ত হিসেবে চিহ্নিত করা গেল সেটা আদালতকে জানাতে বলেন তিনি । একইসঙ্গে তদন্তের পরিপ্রেক্ষিতে কতজনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বলে জানতে পেরেছে, সেটা জানাতে বলা হয়েছে সিবিআইকে। যাঁদের নাম আসবে, তাঁদের অবিলম্বে চাকরি থেকে অপসারণ করা হবে । এবং যাঁরা ওয়েটিং লিস্টে রয়েছেন তাঁদের চাকরিতে নিযুক্ত করা হবে ।

পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ নাইন-টেনে কতজনকে নিয়োগপত্র দিয়েছে, সেটা একটা রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে । 23 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নথি মামলাকারীদের আইনজীবীদের হাতে দিতে বলেছে আদালত । বিচারপতি নির্দেশে জানান, আদালতের নির্দেশ মতো সিবিআই বেশ কয়েকজন আধিকারিককে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ করেছে । 4 এপ্রিল 2022-এ এই মামলা শুরু হয় ।
সেখানে দেখা যায় 17 জনকে বেআইনি ভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মামলাকারীরা । এর বাইরেও একাধিক বেআইনি নিয়োগ হয়েছে । দীর্ঘদিন এই ঘটনা ঘটেছে । এ বার দেখা প্রয়োজন যাঁরা ওয়েটিং লিস্টে রয়েছেন তাঁরা যাতে চাকরি পেতে পারেন ।নাহলে তাঁরা কতদিন অপেক্ষা করবেন । তাঁরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন ।

ABOUT THE AUTHOR

...view details