পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

G D Birla Child Abuse : জি ডি বিড়লায় শিশু নির্যাতনে কী ব্যবস্থা নিয়েছে রাজ্য, জানতে চাইল হাইকোর্ট - শিশু যৌন নিগ্রহ

জি ডি বিড়লা স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার (Government of West Bengal) কী কী পদক্ষেপ করেছে, তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court seeks report on G D Birla child abuse case) ৷ সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই প্রসঙ্গে রিপোর্ট তলব করেছে ৷

calcutta high court seeks report on g d birla child abuse case
G D Birla Child Abuse : জি ডি বিড়লায় শিশু নির্যাতনে কী ব্যবস্থা নিয়েছে রাজ্য, জানতে চাইল হাইকোর্ট

By

Published : Dec 20, 2021, 6:18 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : কলকাতার জি ডি বিড়লা স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও অভিযুক্তদের বিরুদ্ধে কী কী পদক্ষেপ করেছে রাজ্য সরকার (Government of West Bengal) ? রাজ্য়ের কাছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court seeks report on G D Birla child abuse case) ৷ সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রিপোর্ট তলব করে ৷ পাশাপাশি, ওই স্কুলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের গাইডলাইন মেনে যাবতীয় সুরক্ষাবিধি পালন করা হচ্ছে কিনা, তা জানানোরও নির্দেশ দিয়েছে আদালত ৷ আগামী 28 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷

আরও পড়ুন :HC on illegal construction eviction: কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত বেআইনি নির্মাণ উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

2017 সালের 1 ডিসেম্বর ৷ কলকাতার রানিকুঠিতে জি ডি বিড়লা স্কুলে চার বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ ৷ ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে তো বটেই, এমনকী জাতীয় স্তরেও শুরু হয় সমালোচনা ৷ সেই ঘটনায় স্কুলেরই দুই শিক্ষককে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয় ৷ সেই মামলা এখনও নিম্ন আদালতে বিচারাধীন ৷

আরও পড়ুন :Cal HC on NH Expansion : জাতীয় সড়ক সম্প্রসারণ নাকি বৃক্ষ নিধন যজ্ঞ, জানতে চাইল হাইকোর্ট

দক্ষিণ কলকাতার এই স্কুলটি সিবিএসই-র আওতাধীন ৷ 2017 সালের সেপ্টেম্বর মাসে সিবিএসই নিরাপত্তা সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে ৷ তাতে সংশ্লিষ্ট সমস্ত স্কুলগুলিকে নির্দিষ্ট সুরক্ষাবিধি পালনের নির্দেশ দেওয়া হয় ৷ অভিযোগ, জি ডি বিড়লা কর্তৃপক্ষ তাদের স্কুলে এই সুরক্ষাবিধি পালন করেনি ৷ এদিন মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফে আইনজীবী অনির্বাণ রায় জানান, এই ঘটনায় সরকার কী কী পদক্ষেপ করেছে, তা হলফনামার মাধ্যমে আদালতকে জানানো হবে ৷ একইসঙ্গে, মামলার অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট সব পক্ষকে জানানোর নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি ৷

ABOUT THE AUTHOR

...view details