পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Calcutta High Court : এবারও জারি বিধিনিষেধ, মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ দর্শনার্থীদের

এবারও জারি থাকছে বিধিনিষেধ ৷ দুর্গাপুজোর মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ দর্শনার্থীদের ৷ শুক্রবার একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

calcutta high court restricts entry to durga puja pandals
Calcutta High Court : এবারও জারি বিধিনিষেধ, দুর্গাপুজোর মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ দর্শনার্থীদের

By

Published : Oct 1, 2021, 1:10 PM IST

Updated : Oct 1, 2021, 3:09 PM IST

কলকাতা, 1 অক্টোবর : করোনা আবহে সংক্রমণ রুখতে গত বছরের মতো এবারও দর্শকশূন্য রাখতে হবে দুর্গাপুজোর মণ্ডপ ৷ শুক্রবার একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের (Rajesh Bindal) এজলাসে এদিন এই মামলাটি শুনানির জন্য ওঠে ৷ মামলাকারী হাওড়ার বাসিন্দা অজয়কুমার দে ৷ তাঁর যুক্তি ছিল, উৎসবের আবহে করোনার সংক্রমণে রাশ টানতে হলে মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ আবশ্যক ৷ মামলাকারীর এই যুক্তি মেনে নেয় আদালত ৷ এবং তারই প্রেক্ষিতে দুর্গাপুজোর মণ্ডপে দর্শকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ যদিও একইসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘‘সবকিছু মানুষের উপর চাপিয়ে দেওয়া যায় না ৷ মানুষকেও সচতেন হতে হয় ৷’’

আরও পড়ুন :Weather Forecast : পুজোয় কি এবার বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি ?

এদিনের শুনানিতে রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷ আদালতকে তিনি জানান, গত বছরই দুর্গাপুজোর মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছিল ৷ নির্দিষ্ট দু’টি নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ এবারও সেই দু’টি নির্দেশ মেনে চলবে রাজ্য সরকার ৷ তাতে সম্মতি দিয়েছে কলকাতা হাইকোর্টও ৷

করোনার সংক্রমণ রুখতে এবারও দুর্গামণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ৷

গত বছরও একই কারণে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবারের মামলাকারী অজয়কুমার দে ৷ সেবার মামলাটি উঠেছিল বিচারপতি সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে ৷ মামলাকারীর আবেদনের প্রেক্ষিতেই গত বছরের 19 অক্টোবর ও 21 অক্টোবর পরপর দু’টি নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ তাতে বলা হয়, ছোট পুজো মণ্ডপগুলিতে 5 মিটার পর্যন্ত এবং বড় পুজোমণ্ডপগুলিতে 10 মিটার পর্যন্ত ব্যারিকেড দিতে হবে ৷ তার বাইরে থেকেই প্রতিমা দর্শন করতে হবে দর্শনার্থীদের ৷ এর পাশাপাশি, বড় মণ্ডপগুলিতে সর্বাধিক 60 জনের এবং ছোট মণ্ডপগুলিতে সর্বাধিক 15 জনের উপস্থিতি বেঁধে দেয় আদালত ৷ বলা হয়, সারাদিনে তার থেকে বেশি লোক পুজোমণ্ডপে ঢুকতে পারবে না ৷

আরও পড়ুন :Football Tournament in Kolkata : আলো, মণ্ডপ, প্রতিমার পর এবার ফুটবল মাঠে লড়াই পুজো কমিটিগুলির

আদালত সূত্রে জানা গিয়েছে, গত বছরের এই বিধিনিষেধ এবছরও জারি থাকছে ৷ এবারও ঢাকিরা ব্যারিকেডের ভিতরের ‘নো এন্ট্রি জোন’-এর মধ্যে থেকে ঢাক বাজাতে পারবেন ৷ তবে পুজোয় অঞ্জলি দেওয়া বা দশমীতে সিঁদুর খেলা যাবে না ৷

Last Updated : Oct 1, 2021, 3:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details