কলকাতা, 1 অক্টোবর : করোনা আবহে সংক্রমণ রুখতে গত বছরের মতো এবারও দর্শকশূন্য রাখতে হবে দুর্গাপুজোর মণ্ডপ ৷ শুক্রবার একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের (Rajesh Bindal) এজলাসে এদিন এই মামলাটি শুনানির জন্য ওঠে ৷ মামলাকারী হাওড়ার বাসিন্দা অজয়কুমার দে ৷ তাঁর যুক্তি ছিল, উৎসবের আবহে করোনার সংক্রমণে রাশ টানতে হলে মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ আবশ্যক ৷ মামলাকারীর এই যুক্তি মেনে নেয় আদালত ৷ এবং তারই প্রেক্ষিতে দুর্গাপুজোর মণ্ডপে দর্শকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ যদিও একইসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘‘সবকিছু মানুষের উপর চাপিয়ে দেওয়া যায় না ৷ মানুষকেও সচতেন হতে হয় ৷’’
আরও পড়ুন :Weather Forecast : পুজোয় কি এবার বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি ?
এদিনের শুনানিতে রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷ আদালতকে তিনি জানান, গত বছরই দুর্গাপুজোর মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছিল ৷ নির্দিষ্ট দু’টি নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ এবারও সেই দু’টি নির্দেশ মেনে চলবে রাজ্য সরকার ৷ তাতে সম্মতি দিয়েছে কলকাতা হাইকোর্টও ৷