পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পুলিশের সামনে কিভাবে নীলবাতির গাড়ি নিয়ে ঘুরে বেড়াল দেবাঞ্জন, রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের - দেবাঞ্জন দেব

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, এমনকি আইএএসদের ক্ষেত্রেও গাড়িতে নীলবাতি লাগানোর উপর সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে । একজন ব্যক্তি নীলবাতি লাগানো গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন, রাজ্যের নেতা, মন্ত্রী, আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন । পুলিশ কি করছিল ?

kolkata-high-court-reprimanded-wb-government-on-fake-vaccine-case
kolkata-high-court-reprimanded-wb-government-on-fake-vaccine-case

By

Published : Jun 30, 2021, 3:44 PM IST

কলকাতা, 30 জুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে রাজ্যকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ৷ পুলিশের সামনে কিভাবে নীলবাতির গাড়ি নিয়ে ঘুরে বেড়াল দেবাঞ্জন দেব, প্রশ্ন আদালতের ।

এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল (Rajesh Bindal) বলেন, এমনকি আইএএসদের ক্ষেত্রেও গাড়িতে নীলবাতি লাগানোর উপর সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে । একজন ব্যক্তি নীলবাতি লাগানো গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন, রাজ্যের নেতা, মন্ত্রী, আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন । পুলিশ কি করছিল ?

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আরও প্রশ্ন, একজন লোক কলকাতা পৌরনিগমের যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে ঘুরছেন, কেএমসি কমিশনারের দৃষ্টি কিভাবে এড়িয়ে গেল ? রাজ্যে নীলবাতি লাগানো গাড়ির অপব্যবহার হচ্ছে বলেও উষ্মা প্রকাশ করেন তিনি ।

আরও পড়ুন: Upper Primary Recruitment : উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ, হাইকোর্টে বড় ধাক্কা মমতা-সরকারের

ভূয়ো ভ্যাকসিন কাণ্ডে (Fake Vaccine Case) কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয়েছে ৷ মামলাকারীরা ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ৷ বুধবারের শুনানি শেষে হাইকোর্ট জানিয়ে দিল, রাজ্য এই ঘটনার পর কী কী পদক্ষেপ নিয়েছে, সেই ব্যাপারে আদালতকে হলফনামা দিতে হবে ৷ আগামী শুক্রবারের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে ।

ABOUT THE AUTHOR

...view details