পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Calcutta High Court Orders : সরকারি আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরে অনুমতি প্রয়োজন, রায় হাইকোর্টের - রকারি আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের জন্য অনুমতি প্রয়োজন, রায় হাইকোর্টের

দীর্ঘদিন ধরে মামলা চলার পর এই রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷

Calcutta High Court
রকারি আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের জন্য অনুমতি প্রয়োজন, রায় হাইকোর্টের

By

Published : Jan 27, 2022, 6:39 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের জন্য সরকারি অনুমোদন প্রয়োজন । নিম্ন আদালতের এই রায়কেই স্বীকৃতি দিল কলকাতা হাইকোর্ট । অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার নজরুল ইসলামের এই সংক্রান্ত এক আবেদনও বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে আদালত (Calcutta High Court rejects former IPS Nazrul Islam plea) ৷ এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে জানিয়েছেন, সরকারি অফিসাররা যেহেতু সরকারি নির্দেশে কাজ করেন, তাই তাঁদের বিরুদ্ধে এফআইআর করার আগে সরকারের অনুমোদন প্রয়োজন ।

2013 সালে তৎকালীন মুখ্যসচিব, অন্যান্য আধিকারিক-সহ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে ব্যাঙ্কশাল আদালতে মামলা করেছিলেন নজরুল ইসলাম । রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব সঞ্জয় মিত্র, প্রাক্তন স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের তৎকালীন ডিজি নপরাজিত মুখোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার আবেদন করেছিলেন অবসরপ্রাপ্ত এই আইপিএস অফিসার ৷ নজরুল ইসলামের অভিযোগ ছিল, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে গিয়ে সুপ্রিম কোর্টের রায় বিকৃত করা হয়েছে, এমনকি তাঁর লেখা বইয়ের কিছু অংশ বিকৃত করে চার্জশিট দেওয়া হয়েছে তাঁর নামে ৷

আরও পড়ুন : ‘মা আই কুইট’, অঙ্ক না মেলায় আত্মহত্যা ছাত্রের

এই অভিযোগ তুলে ওই আমলাদের বিরুদ্ধে ফৌজদারি বিধি অনুযায়ী এফআইআর দায়ের করে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন তিনি । কিন্তু নিম্ন আদালত তাঁর এই আবেদন খারিজ করে দেয় । এরপর নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন নজরুল ইসলাম ৷ কিন্তু হাইকোর্ট এদিন নিম্ন আদালতের রায়কেই বহাল রাখল ৷ মামলার শুনানিতে নজরুল ইসলাম দাবি করেছিলেন, এফআইআর করার জন্য কোনও অনুমোদন প্রয়োজন হয় না, কোনও মামলায় চার্জশিট জমা দেওয়ার আগে অনুমতির প্রয়োজন হয় । এর পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, নজরুল ইসলামের আবেদনের কোনও সারবত্তা নেই । দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি চলছিল ৷ এদিন তার রায় ঘোষণা হল ৷

ABOUT THE AUTHOR

...view details