পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bhowanipore Double Murder: ভবানীপুর জোড়া খুনে অন্যতম অভিযুক্তের জামিন খারিজ - কলকাতা হাইকোর্ট

ভবানীপুর জোড়া খুনে (Bhowanipore Double Murder) ধৃত সুবোধ সিংয়ের জামিনের আবেদন সোমবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ এখনও অধরা মূল অভিযুক্ত দীপেশ ৷

Calcutta High Court rejects bail plea of a suspect in Bhowanipore Double Murder case
Bhowanipore Double Murder: ভবানীপুর জোড়া খুনে অন্যতম অভিযুক্তের জামিন খারিজ

By

Published : Sep 12, 2022, 6:40 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: ভবানীপুর জোড়া খুনের (Bhowanipore Double Murder) মামলায় অন্যতম অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ সোমবার বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় ৷ সেখানেই অভিযুক্ত সুবোধ সিং জামিনের আবেদন করেন ৷ কিন্তু, বিচারপতিরা সেই আবেদন খারিজ করে দেন ৷

উল্লেখ্য, গত 6 জুন দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জী রোডের বাড়িতে খুন হন অশোক শাহ এবং রশ্মিতা শাহ ৷ পুলিশের তদন্ত জানা যায়, তাঁদের গুলি করে এবং ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ৷ ঘটনার 87 দিনের মাথায় আলিপুর আদালতে মামলার চার্জশিট জমা করে পুলিশ ৷ প্রায় 250 পৃষ্ঠার সেই চার্জশিটে অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে দীপেশ, সুবোধ কুমার সিং, বিশাল বর্মন, যতীন মেহতা, রত্নাকর নাথ এবং সন্তোষ কুমার পাতির ৷

আরও পড়ুন:ছাত্রের গলা কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, অপহরণের পর ‘খুন’

এর আগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছিলেন, আর্থিক লেনদেন সংক্রান্ত কারণেই নিহতদের সঙ্গে অভিযুক্তদের বিবাদ শুরু হয় ৷ সূত্রের দাবি, 2019 সালে এক আত্মীয় শাহ পরিবারের কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নেন ৷ সেই টাকা নিয়েই দু'পক্ষের মধ্যে মন কষাকষি শুরু হয় ৷ তার জেরেই খুন হতে হয় অশোক ও রশ্মিতা শাহকে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 2019 সালে দীপেশকে 1 লক্ষ টাকা ধার দিয়েছিলেন অশোক ৷ কিন্তু, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সেই টাকা শোধ করেননি দীপেশ ৷ এদিকে, অশোক বারবার তাঁকে টাকা ফেরত দেওয়ার জন্য তাগাদা দিচ্ছিলেন ৷ আর সেই কারণেই শাহ দম্পতিকে খুনের পরিকল্পনা করা হয় ৷ ঘটনায় ধৃতরা সকলেই দীপেশের বন্ধু ৷ তাঁরা লিলুয়ার বাসিন্দা ৷ দীপেশই তাঁদের সঙ্গে করে নিয়ে এসেছিলেন বলে পুলিশের দাবি ৷ তবে, এখনও পর্যন্ত এই দীপেশকেই ধরতে পারেনি পুলিশ ৷ অথচ, ঘটনার দিন তিনিই গুলি ছুড়েছিলেন বলে তদন্তে জানা গিয়েছে ৷ আপাতত ওই ব্যক্তি ফেরার ৷

ABOUT THE AUTHOR

...view details