কলকাতা, 20 জানুয়ারি : আমফান ক্ষতিপূরণ বিলি নিয়ে দুর্নীতি মামলায় সিএজি-কে তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণাণ এবং বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে সিএজিই তদন্ত করবে। এর আগে 1 ডিসেম্বর আমফান ক্ষতিপূরণ বিরুদ্ধে দুর্নীতিসংক্রান্ত মামলায় সিএজি তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ কিন্তু রাজ্যের তরফে আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছিল ৷ আদালত রাজ্যের এই আবেদন খারিজ করল ৷
গতবছরের 1 ডিসেম্বর আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে কতজনকে টাকা দেওয়া হয়েছে আর কতজন টাকা পাননি তার পূর্ণাঙ্গ তদন্ত করে সিএজি-কে তিন মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়, সিএজি-র সঙ্গে যেন সমস্ত রকমের সহযোগিতা করা হয়। 6 জানুয়ারি সিএজি তদন্তের নির্দেশ ফের পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার। আজ সেই আবেদন খারিজ করল আদালত ৷
গত বছরে 16 মে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে রাজ্যের বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হয় ৷ বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে ৷ ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেয় কেন্দ্রীয় ও রাজ্য সরকার ৷ বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পর পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ত্রাণ ও পুনর্গঠনের জন্য 1 হাজার কোটি টাকা সাহায্য করেছিলেন তিনি । পরে দ্বিতীয় দফায় 2707 কোটি টাকা অর্থ সাহায্য করার কথাও কেন্দ্র ঘোষণা করে । কিন্তু ক্ষতিগ্রস্তদের অনেকেই অভিযোগ করেন, সরকারি ক্ষতিপূরণ তাঁরা পাননি ৷ গতবছরের 3 অগাস্ট কলকাতা হাইকোর্টে মামলা করেন কাকদ্বীপের বাসিন্দা খয়রুল আনম শেখ নামে এক ব্যক্তি। তাঁর বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় আমফানে ৷ কিন্তু তিনি ক্ষতিপূরণের কোনও টাকা পাননি বলে অভিযোগ জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। পাশাপাশি আরও চার-পাঁচটি মামলা একই দাবিতে দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আমফান নিয়ে এর আগেও আদালতের কাছে সিওজিকে তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করেছিল রাজ্য সরকার ৷ কিন্তু গত 4 ডিসেম্বর সেই আবেদনও খারিজ করে আদালত ৷