কলকাতা, 29 মার্চ : গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ (No protection from arrest to Anubrata Mandal) । বহাল রইল সিঙ্গেল বেঞ্চের নির্দেশই । অর্থাৎ সিবিআই সমন পাঠালে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে হবে অনুব্রত মণ্ডলকে ।
গরুপাচার মামলায় সিবিআইয়ের পাঠানো সমনকে চ্যালেঞ্জ জানিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে । সিঙ্গেল বেঞ্চ সিবিআই পাঠানো সমনে হস্তক্ষেপ করবে না বলে নির্দেশ দেওয়ার পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত ৷
আদালতে অনুব্রতর আইনজীবী বলেছিলেন, "অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এর আগেও 2021 সালের শুরুর দিকে সমন পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য । কিন্তু করোনা পরিস্থিতি ও শারীরিক অসুস্থতার জন্য তিনি হাজির হতে পারেননি । তার প্রায় দশ মাস পরে ফের তাঁকে সমন পাঠানো হয়েছে । অনুব্রত মণ্ডল সহযোগিতা করতে তৈরি । তবে তাঁকে বীরভূমের কোথাও জিজ্ঞাসাবাদ করা হোক । এবং তাঁকে একটা সুরক্ষাকবচ দেওয়া হোক যাতে তাঁকে গ্রেফতার না করা হয় । কারণ এই মামলায় তিনি একজন সাক্ষী মাত্র । এর আগে সিবিআই ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল আদালত জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দিয়েছে কিন্তু তাকে একই সঙ্গে গ্রেফতার না করার নির্দেশ দেওয়া হয়েছে ।"