পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

PAC Controversy : কলকাতা হাইকোর্টে পিএসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি পিছোল

কলকাতা হাইকোর্টে পিএসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল ৷ বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকাতেই হাইকোর্টে মামলার শুনানি 15 নভেম্বর পর্যন্ত স্থগিত হয়ে যায় ৷

calcutta high court postponed PAC controversy case till 15th november
PAC Controversy : কলকাতা হাইকোর্টে পিএসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি পিছোল

By

Published : Oct 7, 2021, 2:24 PM IST

কলকাতা, 7 অক্টোবর : পিএসি (Public Accounts Committee) সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে গেল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ বৃহস্পতিবার মামলাটি হাইকোর্টে স্থগিত রাখার আবেদন জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে ৷ বদলে মামলার পরবর্তী শুনানির ধার্য করা হয় আগামী 15 নভেম্বর ৷

আরও পড়ুন :Mukul Roy: মুকুলের পিএসি চেয়ারম্যান নিয়োগ মামলা স্পিকারের কাছে ফেরত পাঠাল হাইকোর্ট

বিধানসভার পিএসি পদে মুকুল রায়ের (Mukul Roy) নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছে ৷ ওই পদে মুকুলের অপসারণ চেয়ে মামলা রুজু হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ যার ভিত্তিতে গত 28 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল (Rajesh Bindal) নির্দেশ দিয়েছিলেন, 7 অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবারের (আজ) মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে আদালতকে তা জানাতে হবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়কে (Biman Banerjee) ৷

আরও পড়ুন :PAC Chairman Case : বিজেপি সদস্য হিসেবেই পিএসি-র চেয়ারম্যান মুকুল, হাইকোর্টে সওয়াল রাজ্যের

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নির্দেশ মাথায় রেখেই এদিন আদালতে হাজিরা দেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷ তাঁর বক্তব্য, উচ্চআদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা রুজু করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ সেই মামলা বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন ৷ আর সেই কারণেই এদিন কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হওয়া সম্ভব নয় ৷ তাই শুনানির দিন পিছিয়ে দেওয়া উচিত ৷ অ্যাডভোকেট জেনারেলের এই যুক্তি মেনে নেয় ডিভিশন বেঞ্চ ৷

ABOUT THE AUTHOR

...view details