পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bhabanipur By Election: পিছল ভবানীপুর উপনির্বাচন সংক্রান্ত মামলার শুনানি, পরবর্তী শুনানি 23 সেপ্টেম্বর

ফের পিছিয়ে গেল ভবানীপুর বিধানসভা উপনির্বাচন নিয়ে মামলার শুনানি ৷ মামলাকারীদের তরফে শুনানি সংক্রান্ত নথি জমা না দেওয়ায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ 23 সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছে ৷

Calcutta High Court Postpone The Hearing of Bhabanipur By Election PIL
পিছল ভবানীপুর উপনির্বাচন সংক্রান্ত মামলার শুনানি, পরবর্তী শুনানির 23 সেপ্টেম্বর

By

Published : Sep 20, 2021, 2:44 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর : আবারও পিছিয়ে গেল ভবানীপুর উপনির্বাচন নিয়ে মামলার শুনানি ৷ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি 23 সেপ্টেম্বর শুনবে বলে জানিয়েছে ৷ আজ শুনানির শুরুতেই মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতকে জানান, এই মুহূর্তে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কোনও সাংবিধানিক সঙ্কট নেই ৷ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমস্যা মেটাতে ভবানীপুর বিধানসভায় উপনির্বাচন করাতে চাইছেন ৷

এদিন নিজের বক্তব্যের স্বপক্ষে সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকার কথা উল্লেখ করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ কিন্তু, বিচারপতিরা তাঁকে থামিয়ে দেন ৷ কারণ তিনি যে রায় উল্লেখ করছিলেন, সেই রায়ের কপি আদালতে জমা দেননি মামলাকারীর আইনজীবী ৷ কারণ, শীর্ষ আদালতের কোনও রায়কে তুলে ধরে সওয়াল করতে হলে, সেই রায়ের কপি আগাম আদালতে জমা দিতে হয় ৷ কিন্তু, মামলাকারীরা সেই কপি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জমা দেয়নি ৷

আরও পড়ুন : Duare Ration: দুয়ারে রেশন প্রকল্পে সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রেশন ডিলাররা

এর পর মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য শুনানির জন্য দ্বিতীয়ার্ধে সময় চান ৷ কিন্তু, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই আবেদন নাকচ করে দেয় ৷ তার বদলে 23 সেপ্টেম্বর ফের মামলার শুনানির দিন ধার্য করে ৷ এর আগে এই মামলার শুনানিতে রাজ্যের তরফে প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছিলেন, নির্বাচন সংক্রান্ত ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নির্বাচন কমিশনের ৷ পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর সেই প্রক্রিয়াকে অকারণ থামানো যায় না । এ ব্যাপারে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশিকা রয়েছে ৷

আরও পড়ুন : Calcutta High Court: সরকারি স্কলারশিপের টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র, তদন্তের নির্দেশ হাইকোর্টের

অন্যদিকে, মামলাকারীর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও সব্যসাচী চট্টোপাধ্যায় সেই সময় জানিয়েছিলেন, উপনির্বাচন আর নির্বাচন এক ব্যাপার নয় ৷ ভবানীপুর কেন্দ্রে কোনও সাংবিধানিক সঙ্কট নেই ৷ পাশাপাশি তাঁরা প্রশ্ন তুলেছিলেন, এত দ্রুত নির্বাচন করাতে হচ্ছে কেন ? এইভাবে একটা কেন্দ্রে নিজেদের ইচ্ছে মতো উপনির্বাচন করা যায় না বলে সেই সময় আদালতে জানিয়েছিলেন তাঁরা ৷ আসলে একজন ব্যক্তির ক্রাইসিসটাই এখানে মূল বিষয় ৷

আরও পড়ুন : Calcutta High Court : রঘুনাথপুরে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজে স্থগিতাদেশ হাইকোর্টের

তার জন্য এভাবে নির্বাচন করানো যায় না ৷ যদিও, আগের দিনের মতোই আজও মামলাকারীদের তরফে আদালতে আর্জি জানানো হয়েছিল, যাতে বিষয়টি দ্রুত শুনানি করা হয় ৷ কারণ আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন ৷ কিন্তু, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, তারা এই মামলায় কোনও আর্জেনসি দেখছেন না ৷

ABOUT THE AUTHOR

...view details