কলকাতা, 1 অক্টোবর : স্কুলের ফি মেটাতে না পারলেও কোনও ছাত্রছাত্রীর ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ বন্ধ করা চলবে না । বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ কলকাতা হাইকোর্টের । বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিল ।
বকেয়া ফি মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে দু'টো ভাগে ভাগ করে অভিভাবকদের টাকা জমা দেওয়ার নির্দেশ দিল আদালত । 25 অক্টোবরের মধ্যে 80 শতাংশ টিউশন ফি ও সেশন ফি এবং 20 শতাংশ স্কুলের অন্যান্য ফি আলাদা আলাদা আলাদা চেকে পেমেন্ট করার নির্দেশ দিল আদালত । স্কুলগুলো ওই টাকা আলাদা আলাদা অ্যাকাউন্টে জমা রাখবে । আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত কুড়ি শতাংশ টাকা খরচ করতে পারবে না স্কুলগুলো । 25 অক্টোবরের পর স্কুলগুলি পৃথকভাবে কত টাকা কোন ছাত্রছাত্রীর থেকে থেকে পেয়েছে, সে ব্যাপারে তালিকা তৈরি করবে । তালিকা তৈরি করে আদালতকে জানাতে হবে । আগামী 4 ডিসেম্বর ফের শুনানি এই মামলার ।
অতিমারি পরিস্থিতিতে পঠন-পাঠন স্বাভাবিক নয়, তবু নেওয়া হচ্ছে বর্ধিত ফি ৷ এই মর্মে কলকাতা হাইকোর্টে 2019 মামলা করেছিলেন বিনীত রুইয়া নামে এক ব্যক্তি । সেই মামলায় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল স্কুলগুলোকে ফি নেওয়ার ক্ষেত্রে 2019 -20 শিক্ষাবর্ষে কুড়ি শতাংশ ছাড় দিতে । তারপর এই মামলাটি আসে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে । ডিভিশন বেঞ্চ বিভিন্ন সময়ে একাধিক নির্দেশ দিয়েছেন ।