পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SSC Group-D Recruitment Case : চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলায় তিন সদস্যের তদন্ত কমিটি, খারিজ সিবিআই অনুসন্ধান - চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলা

চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলায় হবে তদন্ত কমিটি (Inquiry Committee in SSC Group D Recruitment Case) ৷ কমিটিতে থাকবেন তিন সদস্য ৷ নেতৃত্ব দেবেন প্রাক্তন বিচারপতি ৷ সোমবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

SSC Group-D Recruitment Case
তুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলা

By

Published : Dec 6, 2021, 12:11 PM IST

Updated : Dec 6, 2021, 2:57 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ করে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Inquiry Committee in SSC Group D Recruitment Case) ৷ বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছেন ।

হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, যেকোন ধরনের অনিয়ম সংবিধানবিরোধী । সত্য উদঘাটনের জন্য তদন্তের প্রয়োজন । সিবিআই তদন্ত বা অনুসন্ধান সাধারণত একেবারে শেষ উপায় হিসেবে অবলম্বন করা হয় । এখানে এই নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের দু'টো বিভাগের মধ্যে কার সমস্যা সামনে এসেছে, তা অনুসন্ধান করার জন্য আদালত প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করছে । কমিটির বাকি তিন সদস্য হলেন, স্কুল সার্ভিস কমিশনে সদস্য হিসেবে থাকবেন আশুতোষ ঘোষ, মধ্যশিক্ষা পর্ষদের সদস্য হিসেবে থাকবেন পারমিতা রায় এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী সদস্য হিসেবে থাকবেন অরুণাভ বন্দ্যোপাধ্যায় । আগামী দু'মাসের মধ্যে কমিটিকে এই বিষয়ে তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে ।

আদালতের নির্দেশ, এই তদন্তের কাজের জন্য বিচারপতি রঞ্জিতকুমার বাগকে 2 লক্ষ টাকা দিতে হবে । পাশাপাশি কলকাতা হাইকোর্টের আইনজীবী সদস্য অরুণাভ বন্দ্যোপাধ্যায়কে 50 হাজার টাকা দিতে হবে । পাশাপাশি এঁদের যাতায়াতের সমস্ত রকম খরচ বহন করবে রাজ্য সরকার । একইসঙ্গে ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, এর আগে 542 জনের বেশি প্রার্থীকে যে বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ আজ স্থগিত করল ডিভিশন বেঞ্চ ।

সোমবার মামলার শুনানিতে তদন্ত কমিটি গঠনের প্রশ্নে স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, "স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই একটা অনুসন্ধান কমিটি তৈরি করেছে এই বিষয় খতিয়ে দেখার জন্য ।" তার উত্তরে বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, "আমরা চাই শক্তিশালী কোনও কর্তৃপক্ষই তদন্ত করুক । আপনারাও তো তদন্তের বিরোধী নন । তাহলে প্রাক্তন বিচারপতিই হোন বা অন্য কোনও কর্তৃপক্ষ তদন্তের নেতৃত্ব দিন, আপনাদের আপত্তি কিসের ?"

চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলায় খারিজ হল সিবিআই অনুসন্ধানের নির্দেশ

এদিন চাকরিপ্রাপ্তদের তরফে শক্তিনাথ মুখোপাধ্যায় বলেন, "108টি অতিরিক্ত শূন্যপদ ছিল । সেখানে আমাদের নিয়োগ করা হয়েছে । আমাদের কিছু না জানিয়ে আমাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে । চারজন চাকরিপ্রার্থী তাঁদের নাম মেধাতালিকায় থাকার সত্ত্বেও কেন চাকরি পাননি, সেই অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন ৷ এখানে কোথাও সিবিআই তদন্তের আর্জি জানানো হয়নি ।" তার পাল্টা বিচারপতি ট্যান্ডন বলেন, "এখানে সিরিয়াস অনিয়ম হয়েছে বলে মনে করেছে আদালত। ফলে কোর্ট চাইলে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিতেই পারে ।"

গত 22 নভেম্বর চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ । কিন্তু বিচারপতি হরিশ টেন্ডনের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশের তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করেছিলেন ।

আরও পড়ুন : SSC Group D Recruitment case: এসএসসি মামলায় বিতর্কিত নিয়োগ প্রার্থীদের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

Last Updated : Dec 6, 2021, 2:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details