কলকাতা, 6 ডিসেম্বর : চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ করে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Inquiry Committee in SSC Group D Recruitment Case) ৷ বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছেন ।
হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, যেকোন ধরনের অনিয়ম সংবিধানবিরোধী । সত্য উদঘাটনের জন্য তদন্তের প্রয়োজন । সিবিআই তদন্ত বা অনুসন্ধান সাধারণত একেবারে শেষ উপায় হিসেবে অবলম্বন করা হয় । এখানে এই নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের দু'টো বিভাগের মধ্যে কার সমস্যা সামনে এসেছে, তা অনুসন্ধান করার জন্য আদালত প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করছে । কমিটির বাকি তিন সদস্য হলেন, স্কুল সার্ভিস কমিশনে সদস্য হিসেবে থাকবেন আশুতোষ ঘোষ, মধ্যশিক্ষা পর্ষদের সদস্য হিসেবে থাকবেন পারমিতা রায় এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী সদস্য হিসেবে থাকবেন অরুণাভ বন্দ্যোপাধ্যায় । আগামী দু'মাসের মধ্যে কমিটিকে এই বিষয়ে তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে ।
আদালতের নির্দেশ, এই তদন্তের কাজের জন্য বিচারপতি রঞ্জিতকুমার বাগকে 2 লক্ষ টাকা দিতে হবে । পাশাপাশি কলকাতা হাইকোর্টের আইনজীবী সদস্য অরুণাভ বন্দ্যোপাধ্যায়কে 50 হাজার টাকা দিতে হবে । পাশাপাশি এঁদের যাতায়াতের সমস্ত রকম খরচ বহন করবে রাজ্য সরকার । একইসঙ্গে ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, এর আগে 542 জনের বেশি প্রার্থীকে যে বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ আজ স্থগিত করল ডিভিশন বেঞ্চ ।