কলকাতা, 22 অগস্ট: গরুপাচার সংক্রান্ত জনস্বার্থ মামলা থেকে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) নাম বাদ দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) । সোমবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷ এদিন বিচারপতিরা জানান, মামলাকারীর যেহেতু অমিত শাহের প্রতি ব্যক্তিগত কোনও অভিযোগ নেই, সেই কারণেই বাদ দিতে হবে তাঁর নাম । নাম বাদ দিয়ে মামলাকারীকে তিন দিনের মধ্যে নতুন করে মামলার নথি জমা দিতে হবে আদালতে ।
উল্লেখ্য, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার পরেও কী করে বাড়ছে সীমান্ত পেরিয়ে গরুপাচার (cattle smuggling case) এর মতো ঘটনা, সেই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার । সেই মামলাতেই এদিন আদালত এই নির্দেশ দিয়েছে ।