কলকাতা, 30 জুন: যাতায়াতের রাস্তায় গড়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস(TMC party office)। অবিলম্বে সেটিকে ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। বিচারপতি রাজাশেখার মান্থা এই নির্দেশ দিয়েছেন ।
পাঁশকুড়ার গোপালপুরের বাসিন্দা সেখ গোলাম মইনুদ্দিন বসত বাড়ির কাছে 6 নম্বর জাতীয় সড়ক । বাড়ি থেকে মুল রাস্তায় যাতায়াতের একটি রাস্তা দেওয়ার জন্য তিনি কয়েক বছর আগে পাঁশকুঁড়া পৌরসভায় আবেদন জানিয়েছিলেন । তাতে সন্মতিও দেয় পৌরসভা । কিন্তু সম্প্রতি সাধারণের যাতায়াতের সেই রাস্তায় রাজ্যের শাসকদল পার্টি অফিস বানিয়ে ঝাণ্ডা লাগিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে । পুলিশকে জানিয়ে কোনও কাজ না-হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি।