পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Municipal Corporation Election 2022 : ভোটমুখী চার পৌরসভায় করোনা পরিস্থিতিতে কেমন, রাজ্যের জবাব তলব হাইকোর্টের - করোনা পরিস্থিতিতে চার পৌরসভার ভোট নিয়ে রাজ্য ও কমিশনের থেকে জবাব তলব হাইকোর্টের

চার পৌরনিগমের নির্বাচন (Municipal Corporation Election) নিয়ে রাজ্য ও কমিশনের জবাব তলব হাইকোর্টের ৷

Municipal Corporation Election
করোনা পরিস্থিতিতে চার পৌরসভার ভোট নিয়ে রাজ্য ও কমিশনের থেকে জবাব তলব হাইকোর্টের

By

Published : Jan 11, 2022, 3:37 PM IST

Updated : Jan 11, 2022, 6:47 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: আগামী 22 জানুয়ারি রাজ্যের যে চার পৌরনিগমের নির্বাচন (Municipal Corporation Election) হওয়ার কথা সেখানকার বর্তমান করোনা পরিস্থিতি কেমন, তা রাজ্য সরকারের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট ৷ 22 জানুয়ারি পৌরভোট হওয়ার কথা বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি ও আসানসোলে ৷ এই ভোট সংক্রান্ত এক মামলার শুনানিতে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৷ আদালতের এদিনের নির্দেশ, ওই সব এলাকায় করোনা পরিস্থিতি কী, কতজন আক্রান্ত, কতগুলি কনটেনমেন্ট জোন রয়েছে তা জানাতে হবে রাজ্যকে ৷ অন্যদিকে, রাজ্য নির্বাচন কমিশনের কাছেও হাইকোর্ট জানতে চেয়েছে এই অতিমারি পরিস্থিতিতে ভোট করার মতো পরিকাঠামো কি আদৌও কমিশনের আছে? মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার ৷

ভোটমুখী চার পৌরসভায় করোনা পরিস্থিতিতে কেমন, রাজ্যের জবাব তলব হাইকোর্টের

এদিন মামলার শুনানিতে মামলাকারী বিমল ভট্টাচার্যর তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "করোনা পরিস্থিতির জন্য কয়েক বছর ধরে নির্বাচন করা যায়নি । আরও কয়েক মাস যদি পিছিয়ে যায় নির্বাচন তাতে আকাশ ভেঙে পড়বে না! মার্চ-এপ্রিলে ভোট করা হোক ।" এরপর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, "কমিশন চাইলে ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারে । ওই এলাকার করোনা পরিস্থিতি কি? কতজন সংক্রমিত? কত কনটেনমেন্ট জোন আছে? এই পরিস্থিতিতে ওই চারটি পৌরনিগমে ভোট করার পর্যাপ্ত পরিকাঠামো আছে ?"

আরও পড়ুন : হাইকোর্টের গঙ্গাসাগর মেলার নতুন কমিটিতে নেই শুভেন্দু

নির্বাচন কমিশনের তরফে আইনজীবী বিষ্ণু সাহা আদালতে বলেন, "ওই চার এলাকায় পৌরভোটের জন্য নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে কমিশন । রাজ্য এব্যাপারে সহযোগিতা করছে।" গোটা রাজ্যে কোথাও নিষেধাজ্ঞা বা লকডাউন নেই তাহলে কেন কমিশন ভোট বন্ধ রাখবে সেই কথাও বলেন তিনি ৷ " প্রধান বিচারপতি তখন জানতে চান, এব্যাপারে নির্বাচন কমিশন একা সিদ্ধান্ত নিতে পারে না? তাদের তো সেই ক্ষমতা আছে! কমিশনের আইনজীবী এব্যাপারে তাদের বক্তব্য জানানোর জন্য সময় দেওয়ার আর্জি জানান আদালতকে ৷ তারপরই প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, বৃহস্পতিবার সকালেই কমিশনকে এই ব্যাপারে তাদের বক্তব্য জানতে হবে । ওইদিন ওই এলাকাগুলির করোনা পরিস্থিতি নিয়ে রিপোরট জমা দিতে হবে রাজ্যকেও ৷

Last Updated : Jan 11, 2022, 6:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details