কলকাতা, 6 অগস্ট : করোনা এবং লকডাউনের মধ্যে বকেয়া স্কুল ফি-র 50 শতাংশ আগামী তিন সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে অভিভাবকদের ৷ বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । যাঁরা এর অন্যথা করবেন তাঁদের ক্ষেত্রে পড়ুয়াদের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ পদক্ষেপও করতে পারে ৷ বকেয়া বাকি থাকা যে সমস্ত পড়ুয়া মাধ্যমিক দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের শংসাপত্র যাতে বোর্ড ইস্যু না করে তার নির্দেশও দিয়েছে হাইকোর্ট । আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে এই বকেয়া ফি স্কুলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে ৷
এদিন আদালতের তরফে জানানো হয়েছে, বকেয়া ফি-র অর্ধেক না দিলে পড়ুয়াদের সাসপেন্ড করতে পারে স্কুল কর্তৃপক্ষ ৷ সেই সব পড়ুয়াদের নাম অনলাইন থেকে বাদ করতে পারে ৷ এমনকি জরিমানাও করতে পারে স্কুল । এতেও কাজ না হলে স্কুল থেকে বিতাড়িত করতে পারে কর্তৃপক্ষ । এর জন্য আগাম কোনও নোটিশ দেওয়াও দরকার পড়বে না কর্তৃপক্ষের । যদি আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে নূন্যতম নির্দেশিত টাকা না মেটানো হয় সে ক্ষেত্রে সাসপেন্ড করা এবং দ্বাদশ উত্তীর্ণদের ক্ষেত্রে শংসাপত্র ইস্যু না করার মতো পদক্ষেপ করতে পারে স্কুল কর্তৃপক্ষ ৷