পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Calcutta High Court : বেসরকারি স্কুলে বকেয়া ফি-র 50 শতাংশ মেটানোর নির্দেশ হাইকোর্টের - কোভিড-19

করোনার মধ্যে হওয়া বকেয়া স্কুল ফি-র 50 শতাংশ আগামী 3 সপ্তাহের মধ্যে অভিভাবকদের মিটিয়ে দিতে হবে ৷ শুক্রবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ বকেয়া ফি না মেটানো না হলে পড়ুয়াদের সাসপেন্ড করতে পারে স্কুল কর্তৃপক্ষ ৷

বেসরকারি স্কুলে বকেয়া ফি-র 50 শতাংশ মেটানোর নির্দেশ হাইকোর্টের
বেসরকারি স্কুলে বকেয়া ফি-র 50 শতাংশ মেটানোর নির্দেশ হাইকোর্টের

By

Published : Aug 6, 2021, 9:51 PM IST

কলকাতা, 6 অগস্ট : করোনা এবং লকডাউনের মধ্যে বকেয়া স্কুল ফি-র 50 শতাংশ আগামী তিন সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে অভিভাবকদের ৷ বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । যাঁরা এর অন্যথা করবেন তাঁদের ক্ষেত্রে পড়ুয়াদের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ পদক্ষেপও করতে পারে ৷ বকেয়া বাকি থাকা যে সমস্ত পড়ুয়া মাধ্যমিক দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের শংসাপত্র যাতে বোর্ড ইস্যু না করে তার নির্দেশও দিয়েছে হাইকোর্ট । আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে এই বকেয়া ফি স্কুলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে ৷

এদিন আদালতের তরফে জানানো হয়েছে, বকেয়া ফি-র অর্ধেক না দিলে পড়ুয়াদের সাসপেন্ড করতে পারে স্কুল কর্তৃপক্ষ ৷ সেই সব পড়ুয়াদের নাম অনলাইন থেকে বাদ করতে পারে ৷ এমনকি জরিমানাও করতে পারে স্কুল । এতেও কাজ না হলে স্কুল থেকে বিতাড়িত করতে পারে কর্তৃপক্ষ । এর জন্য আগাম কোনও নোটিশ দেওয়াও দরকার পড়বে না কর্তৃপক্ষের । যদি আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে নূন্যতম নির্দেশিত টাকা না মেটানো হয় সে ক্ষেত্রে সাসপেন্ড করা এবং দ্বাদশ উত্তীর্ণদের ক্ষেত্রে শংসাপত্র ইস্যু না করার মতো পদক্ষেপ করতে পারে স্কুল কর্তৃপক্ষ ৷

বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের আরও বক্তব্য, বেতনের 80 শতাংশ টাকা দেওয়ার যে নির্দেশ আগে দেওয়া হয়েছিল সেই নির্দেশ না মানা দুঃখজনক । যদিও স্কুলগুলির বিরুদ্ধে সার্ভিস না দিয়ে অনেক ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ৷ তা আগামী শুনানিতে খতিয়ে দেখা হবে । হাইকোর্টের বক্তব্য, লকডাউন চলাকালীন যেমন বহু পরিবারের অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে, তেমনই স্কুলগুলি চালানোর ক্ষেত্রেও সমস্যা দেখা যাচ্ছে ৷ এটা খুব দুঃখজনক যে বহু ক্ষেত্রে অভিভাবকরা সরকারি চাকরি করছেন এবং আর্থিক সচ্ছ্বলতা থাকা সত্ত্বেও তাঁরা ছেলেমেয়েদের স্কুলের ফি দেননি ৷ অথচ স্কুলের ফি দেওয়া ছাড়া সব ক্ষেত্রে তাঁরা টাকা খরচ করছেন । এটা উদ্বেগের এবং দুঃখজনক ।

আরও পড়ুন : By election : দ্রুত উপনির্বাচন করানোর দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে তৃণমূল

ABOUT THE AUTHOR

...view details