কলকাতা 19 মে : জিটিএ নির্বাচনের জন্য দার্জিলিংয়ের জেলাশাসককে নির্বাচনী আধিকারিক হিসেবে জারি করা রাজ্যের বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট । তবে 21 জুন এই মামলার চূড়ান্ত শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে (Calcutta High Court orders on GTA Election)।
জিটিএ গড়ে ওঠার পরে তার কিছু বিধি চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে । সেই মামলার শুনানি না হওয়ায় সুপ্রিম কোর্ট দু’বার নির্দেশ দেয় হাইকোর্টকে, দ্রুত সেই মামলাগুলোর নিষ্পত্তি করতে । কিন্তু এখনও সেই মামলাগুলির মীমাংসা হয়নি হাইকোর্টে । এর মধ্যে 2017 সাল থেকে জিটিএ নির্বাচন হয়নি । সেখানে প্রশাসক বসানো রয়েছে । এই অবস্থায় হঠাৎ কেন রাজ্য তড়িঘড়ি সেখানে ভোটের প্রস্তুতি নিচ্ছে, সেই প্রশ্ন তুলে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে । কিন্তু আদালত এদিন জানিয়ে দেয়, 21 জুন মূল মামলাগুলির সঙ্গেই এই মামলা শুনে সিদ্ধান্ত নেওয়া হবে । তার মধ্যে যদি নির্বাচন হয়েও যায়, মূল মামলার ফলের উপরেই নির্ভর করবে সেই নির্বাচনের ভবিষ্যৎ (HC on GTA Election) ।